৫৬৮ কোটি টাকায় তিউনিসিয়া-মরক্কো থেকে আসবে ৬৫ হাজার টন সার

২ সপ্তাহ আগে
দেশের কৃষিখাতে ব্যবহারের জন্য তিউনিসিয়া থেকে ২৫ হাজার মেট্রিক টন টিএসপি সার এবং মরক্কো থেকে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে ৫৬৭ কোটি ৮৩ লাখ ৪ হাজার ৮২০ টাকা।

মঙ্গলবার (২৬ আগস্ট) সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এসব সার কেনার অনুমোদন দেয়া হয়।

 

বৈঠক সূত্রে জানা গেছে, কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রীয় পর্যায়ে তিউনিসিয়ার গ্রুপ চিমিক তিউনিসিয়েন (জিসিটি) ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ৩য় লটের ২৫ হাজার মেট্রিক টন টিএসপি সার আমদানির অনুমোদন দেয়া হয়েছে। এ সার আনতে ব্যয় হবে ১৮৪ কোটি ৬৬ লাখ ৬২ হাজার ৫০০ টাকা। প্রতি টন টিএসপি সারের দাম ধরা হয়েছে ৬০২.৫০ মার্কিন ডলার।

 

আরও পড়ুন: সার ও রক সালফার কিনবে সরকার, ব্যয় ১৫৭৪ কোটি টাকা

 

বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের আরেক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রীয় পর্যায়ে মরক্কোর ওসিপি নিউট্রোক্রপস ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ৩য় লটের ৪০ হাজার মেট্রিক টন ডাই অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সার কেনার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি।

 

এ সার আনতে ব্যয় হবে ৩৮৩ কোটি ১৬ লাখ ৪২ হাজার ৩২০ টাকা। প্রতি টন ডিএপি সারের দাম ধরা হয়েছে ৭৮১.৩৩ মার্কিন ডলার।

]]>
সম্পূর্ণ পড়ুন