৫৩ বছরেও মানুষ কাঙ্ক্ষিত অর্থনৈতিক মুক্তি পায়নি: জামায়াত আমির

৪ দিন আগে
দুঃশাসন ও দুর্নীতির কারণে ৫৩ বছরেও দেশের মানুষ কাঙ্ক্ষিত অর্থনৈতিক মুক্তি পায়নি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান।

রোববার (৬ জানুয়ারি) রাজধানীর মনিপুর স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে  সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন তিনি।


জামায়াত আমির বলেন, দুঃশাসন ও দুর্নীতি সাধারণ মানুষের জীবনযাপনকে কষ্টসাধ্য করে তুলেছে৷ গত ৫৩ বছরে দেশের মানুষ কাঙ্ক্ষিত অর্থনৈতিক মুক্তি পায়নি।
 

আরও পড়ুন: একাত্তরের চেতনা বিক্রি করে মানুষকে শোষণ করেছে আওয়ামী লীগ: মুজিবুর রহমান


আওয়ামী লীগ সরকারের দুর্নীতির নানা চিত্র তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, গত ১৫ বছরে শেখ হাসিনার পরিবারের সব সদস্যের ভাগ্য পরিবর্তন হলেও জনগণের ভাগ্য পরিবর্তন হয়নি।


তিনি বলেন, সারা দেশে জামায়াতে ইসলামকে নিয়ে মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। মানুষের এই আগ্রহ কাজে লাগিয়ে দলকে জনপ্রিয় করে তুলতে হবে জামায়াতের কর্মী বাহিনীকে।

]]>
সম্পূর্ণ পড়ুন