ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই টেস্টেই ব্যাট তেমন হাসেনি লিটন দাসের। ৪ ইনিংসে ২২ গড়ে করেন ৮৮ রান। তবে র্যাঙ্কিংয়ে পেছানোর বদলে দুই ধাপ এগিয়ে ৩০ নম্বরে উঠে এসেছেন এই উইকেটরক্ষক ব্যাটার। র্যাঙ্কিংয়ে এগিয়েছেন এই সিরিজে না খেলা মুশফিকুর রহিমও। লিটনের সমান রেটিং পয়েন্ট নিয়ে ৩১ নম্বরে উঠেছেন তিনি।
বুধবার (৪ নভেম্বর) আইসিসির হালনাগাদকৃত র্যাঙ্কিং প্রকাশ করা হয়। সেখানে ব্যাটিংয়ে এক ধাপ পিছিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ধারাবাহিক পারফর্ম করা মেহেদী হাসান মিরাজ। ৬৭ নম্বর থেকে ৬৮ তে নেমেছেন তিনি। শেষ ম্যাচে জয়ের অন্যতম নায়ক জাকের আলী অনিক আগের ৮৪ নম্বর অবস্থানেই আছেন।
আরও পড়ুন: নাহিদকে টি-টোয়েন্টিও খেলাতে চান কোচ
ব্যাটিংয়ের মতো বোলিং এবং অলরাউন্ডার র্যাঙ্কিংয়েও পিছিয়েছেন মিরাজ। টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে এখন মিরাজ অবস্থান করছেন ২৭ নম্বরে। আর অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে তৃতীয় অবস্থান থেকে চারে নেমেছেন তিনি।
তাইজুল-নাহিদের মতোই বোলিং র্যাঙ্কিংয়ে পিছিয়েছেন তাসকিন আহমেদ। ৫১ নম্বর থেকে এক ধাপ পিছিয়ে ৫২ নম্বরে চলে গিয়েছেন তিনি।
আরও পড়ুন: টাইগার ক্রিকেটারদের প্রশংসায় ভাসালেন ফিল সিমন্স
৮৮৩ রেটিং পয়েন্ট নিয়ে টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষস্থান ধরে রেখেছেন জাসপ্রীত বুমরাহ। কাগিসো রাবাদা, জশ হ্যাজলউড ও রবিচন্দ্রন অশ্বিনও বরাবরের মতো এই সংস্করণে বোলারদের র্যাঙ্কিংয়ে দুই, তিন ও চারে অবস্থান করছেন। ডারবানে ৩০ নভেম্বর ৪ দিনে শেষ হওয়া প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে ২৩৩ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচের পর অলরাউন্ডার ও বোলারদের র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন মার্কো ইয়ানসেন। টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে ১৯ ধাপ এগিয়ে ৯ নম্বরে উঠে এসেছেন ইয়ানসেন। আর অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে ১০ ধাপ এগিয়ে এখন তিনি দুইয়ে।
]]>