মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যায় চাঁদপুরের হাজীগঞ্জে জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্য, প্রশাসনিক, রাজনৈতিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, ‘আগামী নির্বাচন কোনো পেশিশক্তির ইলেকশন হবে না, পোস্টার লাগিয়ে আগামী ইলেকশনে জয়ী হওয়া যাবে না, তরুণরা যেভাবে ৫ তারিখে লড়াই করে জয়ী হয়েছিল আগামী ইলেকশনে তাদের সেই পূর্ণটুকু ব্যবহার করবে।’
আরও পড়ুন: পুলিশের পুরনো ফ্যাসিবাদী কাঠামো এখনও বিলোপ হয়নি: সামান্তা
এ সময় জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানান তিনি।
অনুষ্ঠানে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক মাহবুব আলম, যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ মিরাজ মিয়া, কেন্দ্রীয় সদস্য সাইফুল ইসলাম, হাজীগঞ্জ প্রতিনিধি শাহাদাত হোসেন, মুহাঈমিনুল ইসলাম সিফাত প্রমুখ উপস্থিত ছিলেন।