সিরিয়ার দামেস্ক ও হামায় ইসরাইলের বিমান হামলা

১৯ ঘন্টা আগে
সিরিয়ায় রাজধানী দামেস্ক ও মধ্যাঞ্চলের হামা প্রদেশে বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। ইসরাইলি সামরিক বাহিনী ও স্থানীয় সংবাদমাধ্যম এ খবর নিশ্চিত করেছে। তবে এসব হামলায় কোনো হতাহত হয়েছে কিনা তা জানানো হয়নি।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিরিয়ান আরব নিউজ এজেন্সি বা সানা জানিয়েছে, বুধবার (২ এপ্রিল) রাজধানী দামেস্কের বারজেহ এলাকার একটি বৈজ্ঞানিক গবেষণা লক্ষ্য করে এবং হামা প্রদেশের বিমানবন্দরের পাশাপাশি বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

 

ইসরাইলি সেনাবাহিনীও হামলার বিষয়টি নিশ্চিত করেছে। এক বিবৃতিতে বলেছে, তারা হামা শহরে সিরিয়ার সামরিক ঘাঁটি এবং হোমস শহরের টি৪ সামরিক বিমানবন্দর এবং দামেস্কের ‘সামরিক অবকাঠামো’য় হামলা চালিয়েছে।

 

ইসরাইলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, এই বিমান হামলা ‘তুরস্ককে একটি বার্তা দেয়ার জন্য’ চালানো হয়েছে বলে বুধবার এক ইসরাইলি কর্মকর্তা জানিয়েছেন। ওই কর্মকর্তার মতে, বার্তাটি হলো- ‘সিরিয়ায় সামরিক ঘাঁটি স্থাপন করবেন না এবং সিরিয়ার আকাশে ইসরাইলি কার্যকলাপে হস্তক্ষেপ করবেন না।’  

]]>
সম্পূর্ণ পড়ুন