প্রথম দিনেই রীতিমতো দাপট দেখিয়েছে ভারত। দুই ব্যাটারের সেঞ্চুরিতে ৩ উইকেটে ৩৫৯ রান নিয়ে প্রথম দিন শেষ করেছিলো সফরকারীরা। এরপর শনিবার (২১ জুন) গিলের সঙ্গে দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করেন রিশভ পন্ত। অধিনায়ক গিল ১৪৭ রানে থামলেও সেঞ্চুরি তুলে নেন পন্ত।
পিচে ঘাস নেই, ঝলমলে সকাল, ব্যাট করাটা খুব একটা কঠিন নয়। শুরুতে দেখেশুনেই খেলছিলেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার। তবে ধৈর্য্য হারিয়ে বড় শট খেলতে গিয়েই নিজের উইকেট বিলিয়ে দেন গিল।
আরও পড়ুন: টেস্টের রজতজয়ন্তীতে খুলনায় উৎসবমুখর দিন
দ্বিতীয় দিনে রান তোলায় খুব একটা তাড়াহুড়ো করতে দেখা যায়নি ভারতীয় ব্যাটারদের। ধীরেসুস্থেই খেলছিলেন দুই ব্যাটার গিল ও পন্ত। এক পর্যায়ে সেঞ্চুরি তুলে নেন পন্ত।
দুজনে মিলে এ দিন যোগ করেন ৭১ রান। এরপর বশিরকে ছক্কা মারতে গিয়ে টংয়ের হাতে ক্যাচ দিয়ে সাজঘরের পথ ধরেন অধিনায়ক শুভমান গিল। ফেরার আগে তার ব্যাট থেকে আসে ১৪৭ রান।
দীর্ঘদিন পর দলে ফিরেছেন করুন নায়ার। তবে তার প্রত্যাবর্তনটা ভালো হলো না। ৪ বল খেলে শূন্য রানেই তাকে ফিরতে হলো সাজঘরে। বেন স্টোকসের বলে ওলি পোপ’এর হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
আরও পড়ুন: ৯ বছর পর ফিরে করুন নায়ার যে রেকর্ডে শীর্ষে
এরপর আর বেশিক্ষণ টিকতে পারলেন না রিশভ পন্ত। ১৭৮ বলে ১৩৪ রান করা বাঁহাতি এই ব্যাটারকে ফেরান জশ টং। তার বলে এলবিডব্লিউ-এর ফাঁদে পরে বিদায় নেন পন্ত।
এরপর বাকি ব্যাটারদের কেউ-ই বেশিক্ষণ টিকতে পারেননি উইকেটে। ঠাকুর ফিরেছেন ১ রান করে। ৫ বল খেলে বুমরাহ ফেরেন কোনো রান না করেই। প্রসিধ ৩ বল খেলে করেছেন মাত্র ১ রান। সবশেষ সবগুলো উইকেট হারিয়ে ৪৭১ রান তোলে ভারত। ইংল্যান্ডের হয়ে জশ টং ও স্টোকস নিয়েছেন ৪টি করে উইকেট। বশির ও কার্স নিয়েছে একটি করে।
]]>