শনিবার (২২ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড়ে রেললাইনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এতে ময়মনসিংহ স্টেশনে দুটিসহ বিভিন্ন স্টেশনে চারটি ট্রেন আটকে থাকে। পরে রাত ৮টার দিকে অবরোধ তুলে নিয়ে সাড়ে ৩ ঘণ্টা পর রেলযোগাযোগ স্বাভাবিক হয়।
শিক্ষার্থী মো. আশরাফুল ইসলাম বলেন, সরকারি চাকরিতে বৈষম্য নিরসনের জন্য যে জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল, সেই চাকরির ক্ষেত্রেই আবার নতুন বৈষম্যের উদ্ভব হয়েছে। পূর্বের যেসব বিসিএস লিখিত পরীক্ষায় ৬ মাস থেকে ১ বছর পর্যন্ত সময় দেওয়া হতো, সেখানে এই বছর শুধুমাত্র নতুন ব্যাচের জন্য মাত্র ২ মাস সময় দেওয়া হয়েছে। যা কোনোভাবেই মেনে নেয়া যায় না। এ সময় পরিবর্তনের দাবিতে আমাদের ভাইয়েরা অনশন করলেও পিএসসি সেটি নজরে নিচ্ছে না। মূলত প্রতিষ্ঠানটি আমাদের সঙ্গে স্বৈরাচারী আচরণ করছে। আমরা আন্দোলন করতে চাই না, পরীক্ষায় বসতে চাই।
আরও প ড়ুন: আমরণ অনশনে ৪৭তম বিসিএসের প্রিলি উত্তীর্ণরা
আরেক শিক্ষার্থী রাকিবুল হাসান সজীব বলেন, এটি আমাদের কোনো অযৌক্তিক দাবি নয়। পিএসসিকে এটি মানতেই হবে। দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মিল রেখে আমাদের এই রেল অবরোধ কর্মসূচি। পিএসসি যদি দাবি না মানে, তাহলে আমরা আরও কঠোর অবস্থানে যাব।

১ দিন আগে
২






Bengali (BD) ·
English (US) ·