৪৬ বলে টেইলরের সেঞ্চুরি, ১৭০ রানের জয় জিম্বাবুয়ের

৩ দিন আগে
দুর্নীতি ও ডোপিং বিধি লঙ্ঘনের কারণে আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে গত আগস্টে জিম্বাবুয়ে জাতীয় দলে ফিরেছেন ব্রেন্ডন টেইলর। ফিরলেও পুরনো চেহারায় আর ফিরতে পারছিলেন কই! বয়সটাও তার পক্ষে নেই। তবে, হাল ছাড়েননি এই উইকেটকিপার-ব্যাটার। জিম্বাবুয়ে ক্রিকেটের শেষ বিশ্বমানের ব্যাটার হিসেবে পরিচিত টেইলর দেখালেন এখনও ক্রিকেটকে দেয়ার আছে তার। দুর্দান্ত এক ইনিংসে ফিরিয়ে আনলেন সোনালী অতীত।

রোববার (২৮ সেপ্টেম্বর) ওয়ার্ল্ড টি-টোয়েন্টি কোয়ালিফায়ারের আফ্রিকা অঞ্চলের ম্যাচে বতসোয়ানার মুখোমুখি হয়েছিল জিম্বাবুয়ে। হারারেতে এই ম্যাচে ১৭০ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে জিম্বাবুয়ে।


আগে ব্যাট করা জিম্বাবুয়ে ব্রেন্ডন টেইলরের দুর্দান্ত সেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে ২৫৯ রানের বিশাল সংগ্রহ পায়। জবাবে পুরো ২০ ওভার ব্যাট করলেও ৮ উইকেট হারিয়ে মাত্র ৮৯ রান করতে পেরেছে বতসোয়ানা।


এদিন ব্যাট হাতে ইতিহাস গড়েছেন টেইলর। মাত্র ৪৬ বলে হাঁকিয়েছেন সেঞ্চুরি। রিটায়ার্ড আউট হওয়ার আগে  ৫৪ বলে ১৬ চার ও ৫ ছক্কায় খেলেছেন ১২৩ রাএর দুর্দান্ত ইনিংস। ৩৯ বছর ২৩৪ দিন বয়সে সেঞ্চুরি হাঁকিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টির দ্বিতীয় বয়স্কতম ক্রিকেটার হিসেবে  সেঞ্চুরিয়ান বনে গেছেন।


আরও পড়ুন: ৩৩ রানে ৮ উইকেট হারিয়ে অল্পেই গুটিয়ে গেল পাকিস্তান


এদিন জিম্বাবুয়ে বড় সংগ্রহ পায় টেইলরের সঙ্গে ওপেনার ব্রায়ান বেনেটের দুর্দান্ত জুটিতে ভর করে। মাত্র ৫০ বলে ১১২ রান যোগ করে এই জুটি। বেনেট ৩৩ বলে ৭ চার ও ৪ ছক্কায় ৬৫ রান করে আউট হন।


ম্যাচের বাকিটা সময় চলেছে টেইলর শো। সিকান্দার রাজা ১০ বলে ২১ রানের ক্যামিও খেলেছেন।


জবাবে ব্যাট করতে নামা বতসোয়ানার মাত্র দুজন ব্যাটার দুই অঙ্কের রানের দেখা পেয়েছেন। চারে নামা মনরুক্স কাসেলমান ৩৫ বলে ২৬ ও ছয়ে নেমে থারিন্দু পেরেরা সর্বোচ্চ ৩২ বলে ৩১ রান করেন।


রিচার্ড এনগারাভা ও রায়ান বার্ল ২টি করে উইকেট শিকার করেন। এছাড়া মুজারাবানি, মাপোসা, ইভানস ও রাজা ১টি করে উইকেট শিকার করেন।

 

]]>
সম্পূর্ণ পড়ুন