৩৩ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে প্যারিস এফসি। সমান ম্যাচ খেলে ৬৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লরিয়ঁ। এক মৌসুম পরই লিগ আঁ-তে ফিরছে ক্লাবটি। ফ্রান্সের শীর্ষ লিগের ২০২৩-২৪ আসরে ১৭তম হয়ে অবনমিত হয়েছিল দলটির।
আরও পড়ুন: লা লিগা শেষ হওয়ার আগে মুখ খুলতে নারাজ আনচেলত্তি
সবশেষ ১৯৭৮-৭৯ মৌসুমে ফ্রান্সের শীর্ষ লিগে খেলেছিল প্যারিস এফসি।
লিগ আঁ-তে চ্যাম্পিয়ন পিএসজির সঙ্গে আগামী মৌসুমে দেখা যাবে প্যারিসের আরেক ক্লাব প্যারিস এফসিকে। ৩৫ বছরের মধ্যে প্রথমবারের মতো একই মৌসুমে শীর্ষ লিগে অংশ নেবে প্যারিসের দুটি ক্লাব।
আরও পড়ুন: সিটির দায়িত্ব শেষে অবসরের ইঙ্গিত দিলেন গার্দিওলা
১৯৯০ সালে রেসিং প্যারিস ১ অবনমিত হয়েছিল। এরপর ফ্রান্সের শীর্ষ লিগে একসঙ্গে প্যারিসের দুটি ক্লাব দেখা যায়নি।
প্যারিস শহরের সবচেয়ে কাছের ডার্বিগুলির মধ্যে একটি হবে পিএসজি ও প্যারিস এফসির মধ্যকার লড়াই। ক্লাবটি আগেই ঘোষণা করেছিল যে, আগামী মৌসুমে তারা তাদের হোম গ্রাউন্ড শার্লেটি স্টেডিয়াম থেকে স্টেড জিন-বোইন-এ স্থানান্তর করবে, যা পিএসজির হোম পার্ক দে প্রিন্সেসের ঠিক বিপরীতে অবস্থিত। আর এর মাঝে দুরত্ব মাত্র ৫০ মিটার।
]]>