বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের আকরাম খাঁ মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন তারা। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ৪৪তম বিসিএস লাইভস্টক ক্যাডারে সুপারিশপ্রাপ্ত মো. মুজাহিদ ইসলাম।
তিনি বলেন, অবিলম্বে ৪৪তম বিসিএসের পুনঃফলাফল প্রকাশ এবং ডিসেম্বর ২০২৫-এর মধ্যে গেজেট ও নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে হবে।
মুজাহিদ ইসলাম বলেন, ২০২১ সালের ৩০ নভেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে শুরু হওয়া ৪৪তম বিসিএসে চূড়ান্তভাবে ১ হাজার ৬৯০ জন প্রার্থী সুপারিশপ্রাপ্ত হলেও রিপিট ক্যাডার জটিলতায় প্রায় দেড় মাস আগে ফল পুনঃপ্রকাশের ঘোষণা দেয় সরকারি কর্ম কমিশন।
তিনি বলেন, কিন্তু এখনও বিধি সংশোধন সম্পন্ন না হওয়ায় ফাইল জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়নি। এতে প্রার্থীরা উদ্বেগ ও হতাশায় ভুগছেন।
আরও পড়ুন: ৪৮তম বিশেষ বিসিএস: প্রিলি পরীক্ষায় উত্তীর্ণ সবাইকে নিয়োগের দাবি
সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা অভিযোগ করেন, সাধারণত ফলাফল প্রকাশের পরপরই ফাইল জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়। কিন্তু এবার তা হয়নি। ফলে স্বাস্থ্য পরীক্ষা, ভেরিফিকেশনসহ নিয়োগ সংক্রান্ত সব কার্যক্রম স্থগিত রয়েছে। নির্বাচনের আগে গেজেট প্রকাশ না হলে এই বিসিএস ইতিহাসের দীর্ঘতম নিয়োগ প্রক্রিয়ায় পরিণত হতে পারে বলে আশঙ্কা করছেন তারা। এতে অনেক প্রার্থী বয়সসীমা অতিক্রম করছেন এবং মানসিক চাপের মধ্যে পড়ছেন।
তাদের দাবিগুলো হলো:
১. বিপিএসসি কর্তৃক দ্রুত পুনঃফলাফল প্রকাশ অথবা বিদ্যমান ফলাফল জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ;
২. পুনঃফলাফল প্রকাশ করা হলে সুপারিশপ্রাপ্তদের ফাইল ২-৩ কার্যদিবসের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো;
৩. চলতি বছরের ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশ ও চূড়ান্ত নিয়োগ নিশ্চিত করা এবং পরবর্তী বিসিএসে সুপারিশ প্রদানের বিষয়টি সেই অনুযায়ী সমন্বয় করা।
সুপারিশপ্রাপ্তরা বলেন, ‘আমরা আশা করি অন্তর্বর্তী সরকারের দিকনির্দেশনায় পিএসসি ও জনপ্রশাসন মন্ত্রণালয় দ্রুত ব্যবস্থা নেবে। এতে শুধু আমাদের হতাশা দূর হবে না, প্রশাসনও নতুন প্রাণ পাবে।’
সংবাদ সম্মেলনে ফেরদৌস আলম, বোরহান উদ্দিন, মারিয়া জান্নাত, মো. রাসেল মিয়া, শাহীন আহমেদসহ সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা উপস্থিত ছিলেন।