বুধবার (৯ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ভোক্তা অধিকার।
এতে বলা হয়, বুধবার ঢাকা মহানগরসহ দেশের সকল বিভাগ ও জেলা পর্যায়ে চালের দাম স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করেছে।
আরও পড়ুন: চাল নিয়ে চলছে চালবাজি, কী বলছে ক্যাব?
ঢাকা মেট্রোপলিটন এলাকাতে অধিদফতরের ১০ জন কর্মকর্তার নেতৃত্বে ১০টি টিম ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী, মালিবাগ, লালবাগ, মধ্য বাড্ডা, মোহাম্মদপুর বাজার, টাউন হল বাজার, মিরপুর-১০, ষাট ফিট এলাকায় বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করেছে।
বাজার তদারকিতে ঢাকা মহানগরীতে ভোক্তা অধিকার বিরোধী কার্যক্রম পরিচালনার জন্য ২২টি প্রতিষ্ঠানকে ১ লাখ ২৮ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
এছাড়া দেশের ৪৪টি জেলায় অধিদফতরের ৬৩টি টিম পরিচালিত বাজার তদারকিতে মোট ১৩৮টি প্রতিষ্ঠানকে ১০ লাখ ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তা-অধিকার রক্ষায় অধিদফতরের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।