বৃহস্পতিবার (২৬ জুন) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হজ ব্যবস্থাপনা–সংক্রান্ত এক পর্যালোচনা সভায় এ তথ্য জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব এ কে এম আফতাব হোসেন প্রামানিক।
সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এতে উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালেদ হোসেন, হজ অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা, এবং হজ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা।
আরও পড়ুন: হিজরি নতুন বছর হোক আত্মমূল্যায়ন ও আত্মশুদ্ধির
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চলতি বছরের সফল হজ ব্যবস্থাপনার জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন,
আসন্ন হজ যেন আরও সুন্দর, সুশৃঙ্খল ও নির্বিঘ্ন হয়, সেজন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।
সভায় ধর্ম উপদেষ্টা আ ফ ম খালেদ হোসেন জানান, আগামী বছরের হজ ব্যবস্থাপনা আরও স্বচ্ছ করতে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে একটি রোডম্যাপ প্রকাশ করা হয়েছে। এ ছাড়া আগামী ১০ জুলাই বাংলাদেশিদের জন্য হজ কোটা ঘোষণা করা হবে বলেও তিনি অবহিত করেন প্রধান উপদেষ্টাকে।
]]>