৪১৫ হজ এজেন্সির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত

২ সপ্তাহ আগে
পরপর তিন বছর কোনো হাজি পাঠাতে না পারায় ৪১৫টি হজ এজেন্সির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হজ ব্যবস্থাপনা–সংক্রান্ত এক পর্যালোচনা সভায় এ তথ্য জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব এ কে এম আফতাব হোসেন প্রামানিক।

 

সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এতে উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালেদ হোসেন, হজ অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা, এবং হজ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা।

 

আরও পড়ুন: হিজরি নতুন বছর হোক আত্মমূল্যায়ন ও আত্মশুদ্ধির

 

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চলতি বছরের সফল হজ ব্যবস্থাপনার জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, 

 

আসন্ন হজ যেন আরও সুন্দর, সুশৃঙ্খল ও নির্বিঘ্ন হয়, সেজন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।

 

সভায় ধর্ম উপদেষ্টা আ ফ ম খালেদ হোসেন জানান, আগামী বছরের হজ ব্যবস্থাপনা আরও স্বচ্ছ করতে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে একটি রোডম্যাপ প্রকাশ করা হয়েছে। এ ছাড়া আগামী ১০ জুলাই বাংলাদেশিদের জন্য হজ কোটা ঘোষণা করা হবে বলেও তিনি অবহিত করেন প্রধান উপদেষ্টাকে।

]]>
সম্পূর্ণ পড়ুন