৪০০ গোল পূর্ণ করে কেন বললেন–আরও আসছে

৪ সপ্তাহ আগে
গত মৌসুমের দারুণ ফর্ম চলতি মৌসুমেও ধরে রেখেছেন হ্যারি কেন। এই মৌসুমে বায়ার্ন মিউনিখের জার্সিতে মাত্র ১১ ম্যাচে ১৯ গোল করেছেন এই ইংলিশ ফরোয়ার্ড। গতকাল (১৮ অক্টোবর) অ্যালিয়াঞ্জ অ্যারেনায় মৌসুমের প্রথম 'ডার ক্লাসিকে' বরুশিয়া ডর্টমুন্ডকে ২-১ গোলে হারিয়েছে বায়ার্ন। এই ম্যাচেও ব্যাভেরিয়ান জায়ান্টদের পক্ষে প্রথম গোলটি করেন কেন। পরে মাইকেল ওলিসে আরও একটি গোল করে বায়ার্নের জয় নিশ্চিত করেন। এই ম্যাচে গোল করে দারুণ এক মাইলফলক ছুঁয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক কেন।

বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ডার ক্লাসিকে গোল করে ক্লাব ফুটবলে ৪০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন হ্যারি কেন। এই অসাধারণ মাইলফলক ছুঁয়ে ঘরোয়া ও আন্তর্জাতিক ফুটবলে প্রতিদ্বন্দ্বীদের সতর্ক করে দিয়েছেন ইংল্যান্ডের এই তারকা–তিনি এখনও থেমে যাননি, তার কাছ থেকে আরও অনেক কিছু আসছে। ৩২ বছর বয়সেও তার ধীর হওয়ার কোনো লক্ষণ নেই।


এই মৌসুমে ক্লাব ও দেশের হয়ে দারুণ ফর্মে আছেন কেন। বায়ার্নে যোগ দেয়ার পর ক্লাবটির হয়ে এরই মধ্যে ১০০ গোল পেরিয়ে গেছেন। ইংল্যান্ড জাতীয় দলের হয়ে তার গোলসংখ্যা এখন ৭৬—যা দেশটির ইতিহাসে সর্বাধিক।


ধীরে ধীরে ফুটবল ইতিহাসের সেরা নাম্বার নাইনদের মধ্যে নিজের অবস্থান পাকা করছেন কেন। ক্লাব ক্যারিয়ারে তার ৪০০ গোল এসেছে ৬০৭ ম্যাচে—এর মধ্যে টটেনহ্যামের হয়ে ২৮০, বায়ার্ন মিউনিখের হয়ে ১০৪, মিলওয়ালের হয়ে ৯, লেইটন ওরিয়েন্টের হয়ে ৫ এবং লেস্টারের হয়ে ২ গোল।


আরও পড়ুন: প্রথমবারের মতো এমএলএসের গোল্ডেন বুট জিতলেন মেসি


নিজের এই অর্জন উদযাপন করে এই ইংলিশ তারকা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, 'ক্লাব পর্যায়ে ৪০০ গোল ছোঁয়ায় আমি ভীষণ গর্বিত! অসংখ্য মানুষ ও সতীর্থদের ধন্যবাদ জানাই, যাদের সহযোগিতা ছাড়া এটা সম্ভব হতো না। আরও অনেক কিছু আসছে!”


বয়স ও অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে কেন তার খেলার ধরনে কিছুটা পরিবর্তন এনেছেন। এখন তিনি বল পাওয়ার জন্য কিছুটা নিচে নেমে আসেন। মাঝমাঠে খেলাও উপভোগ করেন। তার পাসিং দক্ষতা এখন একজন নাম্বার ১০ হিসেবেও কাজে লাগে, যদিও গোল করাটাই তার প্রধান কাজ।


 


ডর্টমুন্ডের বিপক্ষে ২-১ জয়ে ভূমিকা রাখার পর স্কাই স্পোর্টস জার্মানিকে কেন বলেন, 'অবশ্যই, আমি এখনো গোল করার জন্যই আছি এবং দলকে সাহায্য করতে চাই। কিন্তু আমি এখন বল পেলে কিছুটা নিচে নেমে আসি, বল যখন থাকে না নিজের ডিফেন্সে নেমে যাই, বল জিতি এবং দীর্ঘ পাসে সতীর্থদের খুঁজে বের করি। অনেক ইতিবাচক দিক ছিল, আর আমি শারীরিকভাবে দুর্দান্ত অনুভব করছি।'


২০২৫–২৬ মৌসুমের শুরুতেই দুর্দান্ত ফর্মের রহস্য জানতে চাইলে কেন বলেন, 'আমার খেলায় আমি আত্মবিশ্বাসী। আমি প্রতিটি ম্যাচের অপেক্ষায় থাকি—জানি আমরা কেমন খেলতে চাই, কীভাবে একসঙ্গে কাজ করি। দলের মধ্যে একটি বিশেষ বন্ধন আছে, সবাই সর্বোচ্চটুকু দেয়। এটা আমাদের জন্য দারুণ এক সম্পদ।'


বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি কেনের পারফরম্যান্স নিয়ে বলেন, 'সে আবারও এক নিখুঁত পারফরম্যান্স দিয়েছে। অবশ্যই, গোল করার জন্য সে হ্যারি কেনই থেকে গেছে। কিন্তু শুধু গোল নয়—বিল্ড-আপে, ডিফেন্সে, ট্যাকলিংয়েও সে অসাধারণ ছিল। খুব সম্পূর্ণ একটি পারফরম্যান্স দিয়েছে। অন্যরাও দুর্দান্ত ছিল, কিন্তু কেন এখন দারুণ এক পর্যায়ে আছে। আমরা সবাই তার খেলা উপভোগ করছি।'


আরও পড়ুন: মেসির হ্যাটট্রিকে বড় জয় মায়ামির, রোনালদোর আল নাসরেরও বড় জয়


ক্লাব সতীর্থ কনরাড লাইমার যোগ করেন, 'সে সবকিছুই পারে—এভাবেই তাকে বর্ণনা করা যায়। মাঠের প্রতিটি জায়গায় সে থাকে। নিজের গোলের সামনে নেমে ট্যাকল করতেও সে ভয় পায় না, আবার মুহূর্তের মধ্যে ঘুরে গিয়ে গোলও করে।'


কেনের নেতৃত্বে ইংল্যান্ড এরই মধ্যে ২০২৬ বিশ্বকাপে খেলার  যোগ্যতা অর্জন করেছে। সেই টুর্নামেন্টে অধিনায়ক হিসেবে অংশ নেবেন তিনি, লক্ষ্য থাকবে সেরা ফিটনেসে থেকে গোলের ধারাবাহিকতা বজায় রাখা।


আগামী মঙ্গলবার (২১ অক্টোবর) চ্যাম্পিয়ন্স লিগে ক্লাব ব্রুজের বিপক্ষে খেলতে নামবে বায়ার্ন মিউনিখ। ২০২৪–২৫ মৌসুমে বুন্দেসলিগা শিরোপা জয়ের পর এখন কেনের লক্ষ্য ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ ট্রফি—চ্যাম্পিয়নস লিগ জয়।

]]>
সম্পূর্ণ পড়ুন