লিটনকে নিয়েও কয়েকদিন ধরে বাদ পড়ার প্রসঙ্গ উঠেছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) তাকে একাদশের বাইরেই রেখেই চিটাগং কিংসের মুখোমুখি হয়েছে ঢাকা ক্যাপিটালস। তবে লিটন ফর্মের কারণে বাদ পড়েছেন নাকি চোটসংক্রান্ত কারণে, তা জানা যায়নি।
শুধু লিটনকেই নয়, আগের ম্যাচের একাদশ থেকে ৪ ম্যাচের সব কটিতে হারা ঢাকা বাদ দিয়েছে আরও ৩ জনকে—হাবিবুর রহমান, আলাউদ্দিন বাবু ও আমির হামজা। খালেদ মাহমুদ সুজনের দলে ঢুকেছেন শাহাদাত হোসেন দিপু, স্টেফেন এসকিনাজি, নাজমুল ইসলাম ও ফরমানুল্লাহ সাফি।
আরও পড়ুন: এক ওভারে ৩০ রান নিয়ে রংপুরকে জেতালেন সোহান
টস হেরে আগে ফিল্ডিং নেয়া চিটাগংয়ের একাদশ অপরিবর্তীত।
চিটাগং কিংস
পারভেজ হোসেন ইমন, উসমান খান, গ্রাহাম ক্লার্ক, মোহাম্মদ মিঠুন, শামিম হোসেন, হায়দার আলী, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, আরাফাত সানি, শরিফুল ইসলাম, আলিস ইসলাম ও খালেদ আহমেদ।
ঢাকা ক্যাপিটালস
জেসন রয়, তানজিদ হাসান, সাব্বির রহমান, থিসারা পেরেরা, মোসাদ্দেক হোসেন, শাহাদাত হোসেন দিপু, স্টেফেন এসকিনাজি, ফরমানুল্লাহ সাফি, মুকিদুল ইসলা, মোস্তাফিজুর রহমান ও নাজমুল ইসলাম।
]]>