৪ বছর পর বার্সার কাছ থেকে বকেয়া টাকা পাচ্ছেন মেসি

৫ দিন আগে
শৈশবের ক্লাব বার্সেলোনাকে কোনোমতেই ছাড়তে চাননি লিওনেল মেসি। কাতালান শহরটিকেই নিজের দ্বিতীয় বাড়ি হিসেবে মেনে নিয়েছিলেন আর্জেন্টাইন তারকা। আর সে কারণে বেতন স্থগিত রেখেও চেষ্টা করেছেন থাকতে। তবে বার্সার অর্থনৈতিক অবস্থা এতটাই খারাপ ছিল যে মেসিকে তখন ছেড়ে দিতে বাধ্য হয়েছিল ক্লাবটি।

৪ বছর আগে মেসির সঙ্গে সম্পর্ক শেষ হয়ে গেলেও তার কাছে অর্থনৈতিকভাবে ঋণী ছিল ক্লাবটি। ৪ বছর পর সেই পূর্ণ বকেয়া অর্থ পেতে যাচ্ছেন ইন্টার মায়ামি তারকা। র্সেলোনাভিত্তিক সংবাদমাধ্যম কিউলম্যানিয়ার প্রতিবেদন অনুযায়ী, আগামীকাল (৩০ জুন) বার্সেলোনা মেসিকে তার বেতনের শেষ কিস্তি পরিশোধ করবে।

 

২০২০ সালে করোনা মহামারির কারণে অন্য অনেক ক্লাবের মতো অর্থনৈতিক ক্ষতির মুখে পড়ে বার্সেলোনা। ক্ষতির মাত্রা এতটাই ছিল যে স্টেডিয়ামকে বিয়ের অনুষ্ঠানের জন্য ভাড়াও দিয়েছিল তারা। আর এই অর্থনৈতিক ক্ষতির কারণেই সেই সময় নিজের বেতনের একটি অংশ স্থগিত রাখতে রাজি হন মেসি।

 

মেসির বার্সেলোনা ছাড়ার প্রায় ৪ বছর হয়েছে। এর মধ্যে দুইবার ক্লাব বদলেছেন তিনি। তবে এখনও বার্সার কাছে ৫৯.৫০ লাখ ইউরো বকেয়া আছে তার। কিউলম্যানিয়া জানিয়েছে আগামীকাল মেসিকে এই অর্থ পাঠিয়ে দেবে বার্সা। আর এর মধ্য দিয়ে মেসির কাছে ক্লাবের আর্থিক দায় চূড়ান্তভাবে শেষ হবে।

 

আরও পড়ুন: অশ্রুসিক্ত চোখে স্বদেশি ক্লাবে যোগ দিলেন পগবা

 

মেসির মতোই বার্সেলোনার কাছে বকেয়া পাওনা আছে ক্লাবের দুই কিংবদন্তি সার্জিও বুস্কেটস এবং জর্দি আলবার। আগামীকাল তাদেরও বকেয়া পরিশোধের কথা রয়েছে। বুস্কেটস পাবেন ১১.৮ লাখ আর আলবা ৯.৪৩ লাখ ইউরো। করোনার সময় বেতনের অংশ স্থগিত করা পেদ্রি এবং রোনাল্ড আরাউহো এখনও বার্সেলোনায়ই আছেন। আগামীকাল তারাও পাবেন বকেয়া বেতন।  

 

]]>
সম্পূর্ণ পড়ুন