আর্চার দেশের জার্সিতে শেষবার টেস্ট খেলেন ২০২১ সালের ফেব্রুয়ারিতে, আহমেদাবাদের ওই টেস্টের পর দলে পর্যন্ত ডাক পাননি। দীর্ঘ ৪ বছর পর সেই অচলায়তন ভাঙল। ভারতের বিপক্ষে এজবাস্টন টেস্টের জন্য ইংল্যান্ড তাকে দলে নিয়েছে। আগের ১৪ সদস্যের দলে তিনিই একমাত্র অন্তর্ভুক্তি।
২০২১ সালের মেতে শেষবার লাল বলের ক্রিকেট খেলেছিলেন আর্চার। গত ২২ জুন ডারহামের হয়ে ফের লাল বল হাতে নেন তিনি। ওই ম্যাচে ৩২ রানে ১ উইকেট নেন, ব্যাট হাতে করেন ৩১ রান। এরপরই ইংল্যান্ড তাকে দলে নিল। ডারহামের কোচ পল ফারব্রেস ইংলিশ পেসারকে বিশ্বের সেরা বলে অভিহিত করেছেন। ফারব্রেস বলেন, ‘ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড, যেই হোক না কেন, বিশ্বের সেরা প্লেয়ারকে যে কেউ দলে চাইবেই। জফরা বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা।’
আরও পড়ুন: অনির্দিষ্টকালের জন্য মাঠ থেকে ছিটকে গেলেন নরকিয়া
১৩ টেস্টে ৩১.০৪ গড়ে ৪২ উইকেট নেওয়া আর্চার ইংল্যান্ড দলে যোগ দিয়ে পেসারদের মধ্যে পাবেন ব্রাইডন কার্স, জশ টাং, স্যাম কুক ও জেমি ওভারটনকে। এদের মধ্যে স্যাম কুক ও ওভারটন ৫ উইকেটে জেতা হেডিংলি টেস্টে খেলেননি। এজবাস্টন টেস্ট শুরু হবে আগামী বুধবার (২ জুলাই) থেকে।’
ইংল্যান্ড দল
বেন ডাকেট, জ্যাক ক্রলি, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস, জ্যাকব বেথেল, জেমি স্মিথ, ক্রিস ওকস, স্যাম কুক, ব্রাইডন কার্স, শোয়াইব বশির, জশ টাং, জেমি ওভারটন ও জফরা আর্চার।
]]>