আনুষ্ঠানিক এক বিবৃতিতে তাকে বহিষ্কার করার ঘোষণা দিয়ে ক্লাবটি লিখে, ‘সাম্প্রতিক হতাশাজনক ফলাফল ও পারফরম্যান্সের পর, অ্যাঞ্জে পোস্তেকোগ্লুকে প্রধান কোচের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, তাৎক্ষণিকভাবে সেটা কার্যকর করা হয়েছে।’
আরও পড়ুন: মায়ামিতে বার্সেলোনার ম্যাচ, খেলা বন্ধ রেখে প্রতিবাদ লা লিগার খেলোয়াড়দের
গত মাসের ৯ তারিখ ইংলিশ ক্লাব নটিংহ্যাম ফরেস্টের দায়িত্ব পান পোম্তেকোগ্লু। ৩৯ দিনের মাথায় হারালেন সেই চাকরি। প্রিমিয়ার লিগের কোনো দলে তার চেয়ে কম সময় দায়িত্বে ছিলেন কেবল একজন কোচ, স্যাম অ্যালারডাইস। লিডস ইউনাইটেডের ডাগআউটে তিনি টিকতে পেরেছিলেন মাত্র ৩০ দিন। ক্লাবটির ইতিহাসে গত ১০০ বছরে এতটা বাজে শুরু করেনি কোনো কোচ।
অথচ গতকাল (১৭ অক্টোবর) সংবাদ সম্মেলনে নিজের কোচিং রেকর্ডের পক্ষে জোরালো যুক্তি তুলে ধরেছিলেন ৬০ বছর বয়সী পোস্তেকোগ্লু। আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিলেন, ‘যদি সময় দেওয়া হয়, তাহলে গল্পটা সবসময় একইভাবে শেষ হয়- আমি ট্রফি নিয়ে থাকি।’
আরও পড়ুন: র্যাঙ্কিংয়ে এগিয়েছে আর্জেন্টিনা-বাংলাদেশ, অবনতি ব্রাজিলের
পোস্তেকোগ্লুর অধীনে সব প্রতিযোগিতা মিলিয়ে ৮টি ম্যাচ খেলেছে নটিংহ্যাম ফরেস্ট। ৮ ম্যাচের একটিতেও জিততে পারেনি দলটি, ৬ হারের বিপরীতে ২টি ড্র করেছে।
নতুন মৌসুমে হারতে হারতে বিপর্যস্ত ফরেস্ট এখন অবনমন অঞ্চল থেকে মাত্র একধাপ উপরে আছে। ৮ ম্যাচে মাত্র এক জয় নিয়ে ১৭ নম্বরে আছে ক্লাবটি।
]]>
৪ সপ্তাহ আগে
৭








Bengali (BD) ·
English (US) ·