৩৮ লাখ টাকা ঘুষ গ্রহণ: সহকারী কর কমিশনার জান্নাতুল বরখাস্ত

৪ সপ্তাহ আগে
৩৮ লাখ টাকা ঘুষের বিনিময়ে আয়কর নথির তথ্য পাচারের অভিযোগে কর অঞ্চল-৫ এর সহকারী কর কমিশনার জান্নাতুল ফেরদৌস মিতুকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

 

প্রজ্ঞাপনে বলা হয়, যেহেতু জান্নাতুল ফেরদৌস মিতু ৩৮ লাখ টাকা গ্রহণের মাধ্যমে কর অঞ্চল-৫ এর মনোনিত প্রতিনিধিকে (আয়কর আইনজীবী) আয়কর নথির অধিকাংশ পূর্ববর্তী রেকর্ড (পুরনো আয়কর রিটার্ন, অর্ডার শিট, কর নির্ধারণী আদেশ, আপিল-ট্রাইব্যুনাল আদেশসমূহ এবং অন্যান্য ডকুমেন্টসমূহ) হস্তান্তর করেছেন। তাই তার বিরুদ্ধে বিভাগীয় কার্যধারা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তাকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ১২ অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ডের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগপূর্বক চাকরি থেকে বরখাস্ত করা হলো।

 

আরও পড়ুন: ট্রাফিক সার্জেন্টকে গালিগালাজ, সহকারী কর কমিশনার ফাতেমা বরখাস্ত


তিনি বরখাস্তকালীন সময়ে বিধি মোতাবেক খোরপোষ ভাতা পাবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়।


জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন