৩৪ চোরাই মোবাইলসহ চোরচক্রের এক সদস্য গ্রেফতার

৩ সপ্তাহ আগে
রাজধানীর পল্লবী এলাকায় অভিযান পরিচালনা করে ৩৪টি চোরাই মোবাইলসহ মো. আকাশ আলী (২৩) নামে সংঘবদ্ধ চোরচক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত সোয়া ১১টায় পল্লবী থানার ১১ নম্বর সেকশনের ই-ব্লক এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।


পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে পল্লবী থানার ১১ নম্বর সেকশনের ই-ব্লকের লালমাটিয়া শেখ কামাল উচ্চ বিদ্যালয় মার্কেটের শান্ত মোবাইল দোকানের সামনে কয়েকজন ব্যক্তি চোরাই মোবাইল ক্রয়-বিক্রয় করছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে খবর পায় পুলিশ। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পল্লবী থানার কুইক রেসপন্স টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আকাশকে গ্রেফতার করা হয়। এ সময় বাকিরা কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে আকাশের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ২০টি স্মার্টফোন ও ১৪টি বাটন ফোন উদ্ধার করা হয়। যেগুলোর আনুমানিক মূল্য ২ লাখ ৫৫ হাজার টাকা।


আরও পড়ুন: মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোরচক্রের ৪ সদস্য গ্রেফতার


এ ঘটনায় গ্রেফতার আকাশ আলী ও তার সহযোগীদের বিরুদ্ধে পল্লবী থানায় একটি মামলা করা হয়েছে।


পুলিশ আরও জানায়, গ্রেফতার আকাশ ও পালিয়ে যাওয়া তার সহযোগীরা সংঘবদ্ধ মোবাইল ফোন চোরচক্রের সক্রিয় সদস্য। তারা বিভিন্ন স্থান থেকে চোরাই মোবাইল সংগ্রহ করে পল্লবী এলাকাসহ বিভিন্ন জায়গায় বিক্রয় করত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।


গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতক অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন