৩২ বলে সেঞ্চুরি করলেন ভারতের বৈভব সূর্যবংশী

২ দিন আগে
বয়স খুব একটা বেশি নয়, এত অল্প বয়সেই ব্যাট হাতে ক্রিকেট পাড়ায় রীতিমতো হইচই ফেলে দিয়েছেন ভারতের বৈভব সূর্যবংশী। ১৪ বছর বয়সী এই ক্রিকেটার এবার করলেন নতুন এক কীর্তি। রাইজিং স্টারস এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৪২ বলে ১৪৪ রান করেছেন ভারত ‘এ’ দলের এই ক্রিকেটার। ১৫ ছক্কায় খেলা ঝোড়ো ইনিংসটিতে তিনি সেঞ্চুরি করেছেন ৩২ বলে।

এর আগে ২০২৪ সালে ভারতের ঘরোয়া টুর্নামেন্ট সৈয়দ মুশতাক আলী ট্রফিতে ২৮ বলে সেঞ্চুরি করেছিলেন অভিষেক শর্মা ও উর্বিল প্যাটেল। ২০১৮ সালে ৩২ বলে সেঞ্চুরি করেছিলেন ঋষভ পন্ত। 

 

শুক্রবার (১৪ নভেম্বর) কাতারের দোহায় শুরু হয়েছে এশিয়ার উদীয়মান ক্রিকেটারদের নিয়ে এশিয়া কাপ রাইজিং স্টারস (আগের নাম ইমার্জিং টিমস এশিয়া কাপ)। টেস্ট খেলুড়ে পাঁচ দেশের ‘এ’ দলের সঙ্গে টুর্নামেন্টে আছে সংযুক্ত আরব আমিরাত, ওমান ও হংকংয়ের জাতীয় দল। 

 

আরও পড়ুন: বুমরাহ’র আগুনে বোলিংয়ে দেড়শ পার করেই গুটিয়ে গেলো দ. আফ্রিকা

 

দোহার ওয়েস্ট এন্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৯৭ রান করে ভারত। ওপেনিংয়ে নামা সূর্যবংশী তৃতীয় বলে মারেন প্রথম চার, ষষ্ঠ বলে প্রথম ছয়। এরপর প্রতিপক্ষ বোলারদের ওপর একাই ছড়ি ঘুরিয়েছেন বৈভব। 

 

১৬ বলে নিজের অর্ধশতক পূর্ণ করেন সূর্যবংশী। পরের ১৬ বলে পৌঁছে যান তিন অঙ্কের ঘরে। শতরানে পৌঁছানোর পথে ইনিংসের ১১তম ওভারে হর্ষিত কৌশিককে টানা চার বলে ছক্কা মারেন, পঞ্চম বলে মারেন চার। 

 

আরও পড়ুন: জরিমানা গুনতে হলো পাকিস্তানকে

 

শেষ পর্যন্ত ১৩তম ওভারে মোহাম্মদ ফরাজউদ্দিনের বলে আহমেদ তারিককে ক্যাচ দিয়ে ফেরেন সূর্যবংশী। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৪২ বলে ১৪৪ রান। ১১টি চারের পাশাপাশি ১৫টি ছক্কা মারেন এই ওপেনার। 

 

২৯৭ রান তাড়া করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৪৯ রানে আটকে যায় সংযুক্ত আরব আমিরাত। আর তাতেই ১৪৮ রানের বড় ব্যবধানের জয় পায় ভারত ‘এ’ দল। এর আগে পাকিস্তান ‘এ’ দল ওমান জাতীয় দলকে হারায় ৮০ রানে। শনিবার (১৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় হংকং জাতীয় দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ ‘এ’ দল।

]]>
সম্পূর্ণ পড়ুন