সোমবার (১৬ ডিসেম্বর) ভোরে ঢাকা পুরাতন বিমান বন্দর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি আর্টিলারি রেজিমেন্ট তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু করে।
বাংলাদেশ সেনাবাহিনীর একটি আর্টিলারি রেজিমেন্টের ৬টি গান ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রতি গান স্যালুট প্রদর্শন করে। ঐতিহ্যগতভাবে স্বাধীনতা দিবস ও বিজয় দিবসে এই তোপধ্বনি দেয়া হয়, যাদের ত্যাগ আর জীবনের বিনিময়ে অর্জিত এ স্বাধীনতা তাদের শ্রদ্ধা জানাতেই এ তোপধ্বনি।
আরও পড়ুন: বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা
এদিন একাত্তরে মুক্তিযুদ্ধে অকাতরে প্রাণ বিলিয়ে দেয়া শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন৷ পরে বাংলাদেশ সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট রামোস হোর্তাকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ভোর সাড়ে ৬ টার পর সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি রাষ্ট্রীয় সম্মান জানান তারা।
আরও পড়ুন: জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
বিউগল বাজিয়ে সামরিক সম্মাননায় সশস্ত্র সালাম জানান তিন বাহিনীর চৌকশ সদস্যরা৷ প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর প্রধান বিচারপতি, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং বিভিন্ন দফতরের প্রধানরা ফুল দেন স্মৃতির মিনারে।
]]>