ইএসপিএন জানাচ্ছে, প্রথমে ধারে মায়ামিতে যাচ্ছেন রদ্রিগো ডি পল। আগামী বছরের জুনে অ্যাতলেটিকোর সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে মেসির বডিগার্ড খ্যাত এই মিডফিল্ডারের। এরপর ফ্রি'তে তাকে দলে টানার সম্ভাবনা আছে ইন্টার মায়ামির।
এদিকে হয়তো ডি পলকে অ্যাতলেটিকো নতুন চুক্তির জন্য প্রস্তাবও করবে না। কারণ হিসেবে তার বয়সকে বিবেচনা করা হচ্ছে। অপরদিকে, এরই মধ্যে আরেক আর্জেন্টাইন মিডফিল্ডার থিয়াগো আলমাদাকে দলে টেনেছে মাদ্রিদের ক্লাবটি। ২০৩০ সাল পর্যন্ত এই আর্জেন্টাইনকে চুক্তি করানোয় হয়তো ডি পলকে এখন ধারে ছেড়ে দিয়েছে অ্যাতলেটিকো এবং আগামী বছর পুরোপুরি তাকে ছেড়ে দিবে তারা।
আরও পড়ুন: অ্যাতলেটিকোয় বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন
ইন্টার মায়ামি তাদের উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প চালিয়ে যেতে চায় এবং মনে করে, ডি পলের উপস্থিতি মাঝমাঠে প্রয়োজনীয় মানের উন্নতি আনতে পারে। এছাড়াও, ডি পল নিজেও যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে খেলার আগ্রহ দেখিয়েছিল। যার কারণেই সবকিছু সম্ভব হয়েছে।
অ্যাতলেটিকো মাদ্রিদের হয়ে ১৩৪ ম্যাচে ১১ গোল করেছেন ডি পল। ক্লাবটির গুরুত্বপূর্ণ এই খেলোয়াড়কে ছেড়ে দিয়ে অ্যাতলেটিকো কতটা লাভবান হবে নাকি ক্ষতির মুখে পড়বে সেটা সময়ই বলে দেবে। থিয়াগো আলমাদা ছাড়াও রিয়াল বেতিসের মার্কিন মিডফিল্ডার জনি কার্ডোসোকেও দলে টেনেছে অ্যাতলেটিকো। ফলে মিডফিল্ডে ভালোই শক্তি বাড়াচ্ছেন কোচ সিমিওনে।