৩০০ পার করার পর বৃষ্টিতে বন্ধ খেলা

৩ ঘন্টা আগে
চট্টগ্রামে দিনের শুরুতেই আকাশে ছিল মেঘ। বৃষ্টির সম্ভাবনাও ছিল। তবুও সময়মতই তৃতীয় দিনের খেলা শুরু হয়েছিল। কিন্তু দিনের দ্বিতীয় ওভারেই বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। বৃষ্টির আগে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৭ উইকেটে ৩০৩ রান। ৭৬ রানে লিড নিয়েছে টাইগাররা।

৭ উইকেটে ২৯১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু হয়েছিলো। তাইজুল ও মিরাজ মিলে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। এরই মধ্যে ৩০০ রানও পার করে ফেলেছে টাইগাররা। তবে মুজারাবানির ওভারের চতুর্থ বলের পর বৃষ্টি নামলে আম্পায়ার খেলা বন্ধের ঘোষণা দেয়। দুই দলের খেলোয়াড়রা ড্রেসিংরুমে চলে যায়। 


এদিকে সাদমান ইসলামের শতকে বড় সংগ্রহের দিকেই এগোচ্ছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় দিনের শেষ সেশনে ৪ উইকেট হারিয়ে কিছুটা চাপে পরে স্বাগতিকরা। ফলে বিশাল লিড নেয়ার সম্ভাবনা এখন দেখা যাচ্ছে না। 


আরও পড়ুন: শেষ সেশনের ব্যাটিং ধসে লিড নিয়েও অস্বস্তিতে বাংলাদেশ 


সাদমান ইসলামের ১৮১ বলে ১২০ রানের ইনিংসের পর বাংলাদেশের সর্বোচ্চ স্কোরার মুশফিক। ৫৯ বলে ৪০ রান করেছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। বাকিরা তেমন সুবিধা করতে পারেননি। 


এর আগে জিম্বাবুয়ের প্রথম ইনিংসে ধস নামান তাইজুল ইসলাম। ৬০ রানে ৬ উইকেট নেন টাইগার এই স্পিনার। এছাড়াও নাঈম হাসান নিয়েছেন দুইটি উইকেট। টাইগার স্পিনারদের ঘূর্ণিতে ২২৭ রানে থামে জিম্বাবুয়ের ইনিংস। 

]]>
সম্পূর্ণ পড়ুন