মঙ্গলবার (৪ নভেম্বর) দল গঠন থেকে নিবন্ধন ও প্রতীক বরাদ্দ থেকে নির্বাচনী প্রস্তুতি বিষয়ে দেশবাসীকে অবহিত করতে দেয়া এক ভিডিওবার্তায় তিনি এ তথ্য জানান।
নাহিদ বলেন, আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। শাপলা কলি মার্কায় ইনশাআল্লাহ আমরা ৩০০ আসনে প্রার্থী দেবো। জাতীয় নাগরিক পার্টি আপনার-আমার সকলের দল। যারা নতুন করে রাজনীতি করতে চান, এই বাংলাদেশকে নতুনভাবে গড়তে চান, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা প্রতিটি জেলায়, প্রতিটি আসনে নতুন, সৎ ও যোগ্য এবং দেশপ্রেমিক নেতৃত্ব আমরা উপহার দিতে চাই।
নভেম্বরের মধ্যে সংসদ নির্বাচনের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে জানিয়ে তিনি আরও বলেন, ইনশাআল্লাহ শাপলা কলি মার্কায় আমরা প্রতিটি আসনে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক প্রার্থী দেবো। আমরা অল্প সময়ে মানুষের থেকে যে সাড়া পেয়েছি, নির্বাচনে তার প্রতিফলন দেখা যাবে বলেও আশাবাদ জানান তিনি।
আরও পড়ুন: খালেদা জিয়ার ৩ আসনে এনসিপির প্রার্থী দেয়ার বিষয়ে যা জানা গেল
ভিডিওবার্তায় নির্বাচন কমিশনের সমালোচনা করে নাহিদ বলেন, এই নিবন্ধন লাভ করতে গিয়ে আমাদের অবর্ণনীয় কষ্ট করতে হয়েছে। আমরা শাপলা প্রতীক বরাদ্দ চাইলেও কমিশন দেয়নি। তাই তাদের সঙ্গে আমাদের এক ধরনের ঠাণ্ডা লড়াইয়ের মধ্য দিয়ে যেতে হয়েছে। অবশেষে আমরা শাপলা কলি প্রতীক পেয়েছি। যারা এ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন, তাদের অভিনন্দন জানাই।
আরও পড়ুন: এনসিপিকে ‘শাপলা কলি’ প্রতীক বরাদ্দ দিয়ে বিজ্ঞপ্তি জারি
এনসিপির আহ্বায়ক বলেন, আমরা জুলাই সনদ ও গণহত্যার বিচারের দাবিতে সারা দেশে জুলাই পদযাত্রা করেছি। সেখানে মানুষ আমাদের স্বতঃস্ফুর্ত সমর্থন দিয়েছে। আশা করি জাতীয় নির্বাচনেও দেশবাসীর বিপুল সমর্থন পাবো।

৩ সপ্তাহ আগে
৬






Bengali (BD) ·
English (US) ·