ইতালির অভিবাসন নীতিতে বড় পরিবর্তন আসছে

২০ ঘন্টা আগে
ইতালির অভিবাসন নীতিতে আসছে বড় ধরনের পরিবর্তন। পারিবারিক ভিসার ক্ষেত্রে কেবল স্বামী-স্ত্রী কিংবা সন্তান ছাড়া আর কাউকে নেয়া যাবে না বিধান রেখে নতুন আইনের অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ। এই সিদ্ধান্তের খবরে প্রবাসী বাংলাদেশিরা হতাশা প্রকাশ করেছেন।

ইতালিতে বসবাসরত বাংলাদেশিসহ বিদেশিরা তাদের স্বামী স্ত্রী পুত্র কন্যার পাশাপাশি বাবা-মাকেও দেশটিতে আনার সুযোগ ছিল প্রচলিত আইনে। তবে সেই আইন সংশোধিত হওয়ার কারণে এখন থেকে ইতালিতে শুধুমাত্র বিবাহিত স্বামী/স্ত্রী এবং তাদের নাবালক সন্তানরাই যেতে পারবেন।

 

ডানপন্থি রাজনৈতিক দল লেগানর্থ প্রস্তাবিত সংশোধনী বিলটি ১৩১ - ৭৫ ভোটে পাস হয়েছে। একই সঙ্গে পারিবারিক পুনর্মিলনের জন্য প্রয়োজনীয় ছাড়পত্র ‘নুলা ওস্তা’ ইস্যু করার সময়সীমা ৯০ দিন থেকে বাড়িয়ে ১৫০ দিন করা হয়েছে। ইতালি প্রবাসী বাংলাদেশিরা হতাশা ব্যক্ত করে আইনটি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।

 

এছাড়া ২০২৮ সাল পর্যন্ত ১০ হাজার বিদেশী কর্মীকে কোটা বহির্ভূত প্রবেশের সুযোগ দেয়া হবে। যারা মূলত সমাজসেবা ও স্বাস্থ্যসেবা খাতে নিযুক্ত। গেজেট আকারে প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই আইনটি কার্যকর হবে।

 

আরও পড়ুন: ভূমধ্যসাগরে ট্রলারডুবি: গোপালগঞ্জের ২ যুবকের মৃত্যু, নিখোঁজ ৬

]]>
সম্পূর্ণ পড়ুন