৩টি ভারতীয় ঘাঁটিতে হামলার খবর ‘ভিত্তিহীন’ দাবি পাকিস্তানের

১৩ ঘন্টা আগে
পাকিস্তান ভারতের তিনটি ঘাঁটিতে হামলা চালিয়েছে বলে নয়াদিল্লির দাবি অস্বীকার করেছে ইসলামাবাদ। ভারতের ঘাঁটিগুলোতে হামলার অভিযোগ ‘ভিত্তিহীন’ বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় (এফও)।

বৃহস্পতিবার (৮ মে) প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম ডন।

 

এর আগে, ভারতীয় সেনাবাহিনী একটি বিবৃতি জারি করে দাবি করে, ‘শ্রীনগর, পাঠানকোট এবং জয়সলমীরের ঘাঁটিগুলোতে পাকিস্তানি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। তারা আরও অভিযোগ করে যে, ভারতীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অস্ত্রশস্ত্র আটক করেছে এবং কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।’

 

আরও পড়ুন:ভারতে পাকিস্তানের হামলার খবর, জম্মু-কাশ্মীরজুড়ে ব্ল্যাকআউট

 

বিবৃতিতে, এফও লিখেছে, ‘পাকিস্তান সরকার ভারতীয় মিডিয়ার প্রচারিত ভিত্তিহীন এবং দায়িত্বজ্ঞানহীন অভিযোগগুলোকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছে। যেখানে পাকিস্তানকে পাঠানকোট, জয়সলমীর এবং শ্রীনগরে হামলা চালানোর জন্য অভিযুক্ত করা হয়েছে।’

 

এই দাবিগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত এবং পাকিস্তানকে বদনাম করার লক্ষ্যে একটি বেপরোয়া প্রচারণার অংশ বলেও জানানো হয় বিবৃতিতে।


বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে, ‘কোনো বিশ্বাসযোগ্য তদন্ত ছাড়াই পাকিস্তানের বিরুদ্ধে বারবার অভিযোগ তোলার ভারতের পদক্ষেপ আগ্রাসনের অজুহাত তৈরি এবং অঞ্চলটিকে আরও অস্থিতিশীল করার একটি ইচ্ছাকৃত কৌশল।’

 

বিবৃতি অনুসারে, ‘পাকিস্তান আন্তর্জাতিক সম্প্রদায়কে মিথ্যা প্রতিবেদনের প্রতি গুরুত্ব সহকারে নজর দেয়ার এবং ভারতকে সংযম ও দায়িত্বশীলতার দিকে মনোনিবেশ করার আহ্বান জানিয়েছে। বিবৃতিতে সতর্ক করে বলা হয়েছে যে মিথ্যা উত্তেজনা বৃদ্ধির বিরুদ্ধে পাকিস্তানের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য পূর্ণ সংকল্প এবং দৃঢ়তার সাথে লড়াই করবে।’

 

আরও পড়ুন:যুদ্ধবিমান ভূপাতিত করার পাক দাবি নিয়ে প্রশ্ন, জবাব দিলেন না বিক্রম মিশ্রি

 

২২ এপ্রিল জম্মু কাশ্মীরে বন্দুকধারীর হামলায় ২৬ পর্যটক নিহতের প্রতিশোধ নিতে বুধবার পাকিস্তানে হামলা চালানো হয় বলে দাবি করে ভারত। এরপর পাল্টা হামলা চালায় পাকিস্তান। 

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন