৩ লাখ ৪০ হাজার ইয়াবাসহ মিয়ানমারের মাদককারবারি গ্রেফতার

৩ সপ্তাহ আগে
কক্সবাজারের টেকনাফের সাবরাং ইউনিয়নের নাফনদীর স্লুইচগেইট এলাকা থেকে মো. ওমর সিদ্দিক (২৮) নামে এক মিয়ানমারের নাগরিককে ৩ লাখ ৪০ হাজার ইয়াবাসহ গ্রেফতার করেছে র‍্যাব-১৫ ও বিজিবি।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর দেড়টা পর্যন্ত টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের স্লুইচগেইট এলাকার কেওড়া বাগান থেকে ইয়াবা এ চালানটিসহ তাকে গ্রেফতার করা হয়েছে।


গ্রেফতার মো. ওমর সিদ্দিক মিয়ানমারের রাখাইন রাজ্যের মংড়ু টাউন শিফে খারাংখালী গ্রামের বাসিন্দা মোহাম্মদ ওসমানের ছেলে।


তথ্যটি নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লে কর্নেল মো. আশিকুর রহমান।


এ বিষয়ে বিকেলে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করা হয়।


আরও পড়ুন: আখাউড়ায় ৪৮০০ ইয়াবাসহ নারী গ্রেফতার


এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল মো. আশিকুর রহমান। তার সঙ্গে উপস্থিত ছিলেন র‌্যাবের সহকারী পুলিশ সুপার আ ম ফারুক, টেকনাফ-২ বিজিবির ভারপ্রাপ্ত অপারেশন কর্মকর্তা লে. মো. সাদিক রাফি, ক্যাপ্টেন মুবাশ্বির নাকীব তরফদার।


টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো আশিকুর রহমান বলেন, ‘উদ্ধার করা ইয়াবা ও আটক আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।’


টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক ওসি তদন্ত হিমেল রায় বলেন, ‘মাদক ও অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা রুজু করে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।’

]]>
সম্পূর্ণ পড়ুন