শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৪টায় শহরের নতুন বাজার এলাকার একটি কমিউনিটি সেন্টারে ‘ক্যাট সোসাইটি অব বরিশাল’ এর আয়োজনে অনুষ্ঠানে দেশি ও বিদেশি প্রায় ৫০টি বিড়াল তাদের অভিভাবকের সঙ্গে র্যাম্প শো, কিউট ক্যাটসহ নানা প্রতিযোগিতায় অংশ নেয়।
পুচি, অরিও, ওডি, চিম্মি, কিটি, স্নোফি, চেরি, ভ্যানিলা সহ নানা নামের বিড়াল অংশ নেন ‘যেমন খুশি তেমন সাজ’ এবং প্রদর্শনী ও র্যাম্প শোতে।
দর্শকরা ও বিড়ালের অভিভাবকরা ভিড় করেন এই ভিন্নধর্মী আয়োজন দেখতে। আয়োজকরা ভবিষ্যতে আরও বড় পরিসরে এই অনুষ্ঠান করার আশা প্রকাশ করেছেন।
আরও পড়ুন: প্রথমবারের মতো বরিশালে ক্যাট শো
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নুরুল আলম বলেন, ‘এই ধরনের আয়োজন বিশেষ করে শিশুদের মানসিকভাবে প্রাণীদের প্রতি আরও সদয় হতে সাহায্য করবে।’ তিনি পশু-পাখি নিয়ে এমন আয়োজন বারবার করার প্রত্যাশা ব্যক্ত করেন।
উল্লেখ্য, ২০২২ সালে বরিশালে প্রথমবারের মতো ক্যাট শো অনুষ্ঠিত হয়। এবারের দ্বিতীয়বারের আয়োজনে ৫টি ক্যাটাগরিতে ১৫টি পুরস্কার দেয়া হয়েছে। এছাড়া বিড়ালের খাবারের জন্য ৭টি স্টলও ছিল। বিড়াল ও তাদের অভিভাবকরা এমন মনোমুগ্ধকর আয়োজনে অংশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।
]]>