রোববার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ভারতীয় দুটি ট্রাকভর্তি টমেটো সোনামসজিদ স্থলবন্দর পানামা পোর্ট লিংক লিমিটেডে প্রবেশ করে। এসব টমেটো আমদানি করেছেন জয়নাল আবেদিন নামে এক আমদানিকারক।
আরও পড়ুন: এবার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত গেল ১২০০ কেজি ইলিশ
এ বিষয়ে পানামা পোর্ট লিঙ্ক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা টিপু সুলতান জানান, এই স্থলবন্দরে এর আগেও টমেটো আমদানি হয়েছে। তবে দীর্ঘ তিন বছর থেকে বন্ধ ছিল। হঠাৎ আজ দুটি ট্রাকে ৬০ মেট্রিক টন টমেটো আমদানি হয়েছে। এসব টমেটোর গাড়ি লোড-আনলোড হয়েছে। দ্রুত দেশের বিভিন্ন স্থানে আমদানি করা টমেটোগুলো ছড়িয়ে যাবে বলে জানান তিনি।