৩ কোটি টাকারও বেশি একটি টুপির দাম!

৩ সপ্তাহ আগে
ঐতিহাসিক যে ব্যাগি-গ্রিন (সবুজ রঙের) টুপি পরে টেস্ট খেলেন অস্ট্রেলিয়া দলের ক্রিকেটাররা, তেমনই একটি টুপির দাম ৩ কোটি টাকারও বেশি! এমন কী আছে এই টুপিতে, যার দম এত? নিলামে তোলা হচ্ছে এমনই একটি টুপি। ধারণা করা হচ্ছে, এর দাম উঠতে পারে তিন কোটি টাকারও বেশি (২ লাখ ৬০ হাজার ডলার বা ৩ কোটি ১২ লাখ টাকা প্রায়)।

অবাক করা বিষয় হলেও সত্য। যদিও, টুপিটি যেন-তেন কারো নয়, অস্ট্রেলিয়ান কিংবদন্তি ক্রিকেটার স্যার ডন ব্র্যাডম্যানের ব্যবহার করা এই টুপিটিই ওঠানো হচ্ছে নিলামে। ভারতের বিপক্ষে হোম সিরিজে এই টুপি পরে খেলেছিলেন ডন ব্র্যাডম্যান।

 

আরও পড়ুন: ৩ রানে ৫ উইকেট নিয়ে মুকিমের ইতিহাস, পাকিস্তানের সিরিজ নিশ্চিত

 

ডন ব্র্যাডম্যান তার বিখ্যাত উলেন টুপিটি পরেছিলেন ১৯৪৭-৪৮ মৌসুমে ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজে। ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা অর্জনের পর সেটিই ছিল ভারতীয় ক্রিকেট দলের প্রথম বিদেশ সফর। ব্র্যাডম্যানের সেই টুপিটি নিলামে তুলছে ‘বোনহ্যামস’ সংস্থা। মূলত, অস্ট্রেলিয়া ক্রিকেট দলের টুপিকে ‘ব্যাগি গ্রিন’ বলা হয়। অস্ট্রেলিয়ার টেস্ট দলের ক্রিকেটাদের অভিষেকের সময় এই টুপি পরিয়ে বরণ করে নেওয়া হয়, যা অত্যন্ত সম্মানের বলে বিবেচিত।

 

আরও পড়ুন: নাহিদ রানার প্রশংসায় সাবেক ক্যারিবীয় ও অজি তারকা

 

ওই সিরিজে ব্র্যাডম্যান ৭১৫ রান করেছিলেন ৬ ইনিংসে। গড় ছিল ১৭৮.৭৫। তিনটি সেঞ্চুরি এবং একটি ডাবল সেঞ্চুরিও করেছিলেন তিনি। ব্র্যাডম্যানের পরিহিত টুপিটির রং ফিকে হয়ে গেছে অনেকটা। কিছুটা ছিঁড়েও গেছে। তবু পুরনো জিনিস (অ্যানটিকস) সংগ্রহ করা যাদের শখ, তাদের কাছে এই টুপির ঐতিহাসিক মূল্য অনেক বেশি। তবে ‘ব্যাগি গ্রিন’- এর মূল্যের দিক থেকে শেন ওয়ার্ন সবার আগে রয়েছেন। অস্ট্রেলিয়ায় দাবানলে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে ২০২০ সালের শুরুর দিকে তার টুপি নিলামে উঠেছিল। বিক্রি হয়েছিল প্রায় ৭৮ কোটি টাকায়। 

]]>
সম্পূর্ণ পড়ুন