৩ কোটি ইউরো মাঠে ছুড়ে মেরে সমর্থকেরা বললেন, রোনালদো বাড়ি যাও

১৩ ঘন্টা আগে
লা লিগার ম্যাচে শনিবার রাতে (৩ মে) রিয়াল ভায়োদলিদের বিপক্ষে মাঠে নেমেছিল বার্সেলোনা। তবে এ ম্যাচে অদ্ভুত এক কাণ্ড ঘটিয়ে বসলেন গ্যালারিতে থাকা সমর্থকেরা। ম্যাচের তখন মাত্র ১২ মিনিট, আর তখনই গ্যালারি থেকে ঝরতে শুরু করলো ইউরো নোটের বৃষ্টি। সেইসঙ্গে সমর্থকেরা স্লোগান দিতে থাকেন, ‘রোনালদো বাড়ি যাও’।

এ রোনালদো পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো নয়, তিনি হলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও। তিনি রিয়াল ভায়োদলিদের একাংশের মালিক। ২০১৮ সালে ৩ কোটি ইউরোতে ক্লাবটির মালিকানা কিনেছিলেন রোনালদো নাজারিও। 

 

ম্যাচের তখন ১২ মিনিট, হঠাৎ করে গ্যালারি থেকে মাঠের দিকে ইউরো নোট ছুড়ে মারেন সমর্থকেরা। দুই দলের খেলোয়াড়েরাই তখন হতবাক হয়ে দাঁড়িয়ে ছিলেন। সবগুলো নোটই ৫০০ ইউরোর। এভাবে ৬০ হাজার নোট গ্যালারি থেকে মাঠে ছুড়ে মারেন সমর্থকেরা। 

 

আরও পড়ুন: লেভারকুসেনের ড্রয়ে শিরোপা পুনরুদ্ধার করল বায়ার্ন

 

মাঠে নোট ছুড়ে মারার সময় সমর্থকেরা স্লোগান দিতে থাকেন, রোনালদো বাড়ি যাও। মূলত রিয়াল ভায়োদলিদের সভাপতি ও একাংশের মালিক ব্রাজিলের সাবেক ফুটবলার রোনালদো নাজারিওকে বাড়ি ফিরে যেতে বলেছেন দর্শকরা। 

 

💢 💸 Comme l’avaient annoncé @FondoNorte1928 et @fdprvalladolid, 60 000 faux billets à l’effigie de Ronaldo ont été lancés à la 12e minute au José Zorrilla !#RealValladolidBarça pic.twitter.com/O2Tv2xlHsc

— 100% Liga (@FoudeLiga) May 3, 2025

 

হিসাব অনুযায়ী ৫০০ ইউরোর ৬০ হাজার নোট মানে ৩ কোটি ইউরো। অর্থাৎ, যে পরিমাণ অর্থ দিয়ে ক্লাবের মালিকানা কিনেছিল রোনালদো, সেই পরিমাণ অর্থ তাকে ফেরত দিতে চেয়েছে সমর্থকেরা। 

 

আরও পড়ুন: ব্রাজিলের কোচ হওয়ার জন্যই কী আল হিলাল ছাড়লেন জেসুস?

 

রোনালদোর বিরুদ্ধে এমন প্রতিবাদের পুরোটাই ছিল প্রতীকী। ৫০০ ইউরোর নোটগুলো আসল ছিল না। সবগুলো নোটই ছাপানো হয়েছে রোনালদোর একটি ছবি দিয়ে। এক পাশে লেখা ছিল ‘রোনালদো গো হোম’। 

 

৬০ হাজার নোটগুলো মাঠ থেকে সরাতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে মাঠকর্মীদের। এর জন্য কিছু সময় বন্ধ ছিল খেলা। খেলা শুরু হয়ে শেষ পর্যন্ত অবশ্য ২-১ গোলে ম্যাচটি জিতেছে বার্সেলোনা। তবে এই হারের আগেই অবনমন হয়েছে ভায়াদোলিদের। মূলত ক্লাবটির অবনমন হয়ে যাওয়ার কারণেই রোনালদোর বিরুদ্ধে এমন প্রতিবাদ করেছেন সমর্থকেরা।

]]>
সম্পূর্ণ পড়ুন