আর্সেনালের সাবেক সহকারী কোচ কার্লোস কুয়েস্তাকে প্রধান কোচ করলো পার্মা। মাত্র ২৯ বছর বয়সে প্রথম কোনও সিনিয়র দলের কোচ হয়ে ইতিহাস গড়লেন তিনি।
দুই বছরের চুক্তি করেছেন কুয়েস্তা। ইন্টার মিলানে যোগ দেওয়া ক্রিস্টিয়ান শিভুর স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।
ইউরোপের শীর্ষ পাঁচ লিগে এখন কুয়েস্তা সর্বকনিষ্ঠ কোচ। গত পাঁচ বছর ধরে আর্সেনালে মিকেল আর্তেতার ডানহাত ছিলেন তিনি।
তারুণ্যেই খেলার চেয়ে কোচিংয়ে যোগ... বিস্তারিত