টাঙ্গাইলের ঘাটাইলে বাক ও শ্রবণ প্রতিবন্ধিতাও দমাতে পারেনি জাইমা জারনাস তানিশাকে। নানা প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে চলতি এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে এই শিক্ষার্থী। বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশিত তার এমন ফলাফলে আনন্দিত পরিবার, শিক্ষক ও সহপাঠীরা।
জাইমা জারনাস তানিশা ঘাটাইল সালেহা ইউসুফজাই বালিকা উচ্চ বিদ্যালয়ের থেকে পরীক্ষায় অংশ নেয়। সে ঘাটাইল সদর ইউনিয়নের কমনা পাড়া গ্রামের জয়নাল... বিস্তারিত