১৯৬৮ সালে প্রথমবার ব্রাজিলিয়ান সিরি আ চ্যাম্পিয়ন হয়েছিল বোতাফোগো। এরপর দ্বিতীয় শিরোপা জিততে তারা সময় নেয় ২৭ বছর। ১৯৯৫ সালে দ্বিতীয়বার লিগ শিরোপা উঁচিয়ে ধরেছিল বোতাফোগো। এবার ২৯ বছর পর এই শিরোপা আবারও জিতল তারা।
জেফারসন সাভারিনো ৩৭তম মিনিটে স্বাগতিকদের এগিয়ে নেয়ার পর ৬৩তম মিনিটে সমতা টানেন উইলিয়াম গোমেজ। এরপর যোগ করা সময়ে গ্রেগোরের গোলে তৃতীয় লিগ ট্রফি জয় নিশ্চিত হয়ে যায় বোতাফোগোর।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের লিগে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন মেসি
কিছুদিন আগে কোপা লিবের্তাদোরেসের ফাইনালে প্রথম মিনিটে লাল কার্ড দেখেছিলেন গ্রেগোরে। পুরোটা সময় ১০ জন নিয়েই দারুণ উজ্জীবিত ফুটবল খেলে অ্যাতলেটিকো মিনেইরোকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো মহাদেশ সেরা হয় বোতাফোগো।
কোপা লিবের্তাদোরেস জয়ের ফলে ২০২৫ ফিফা ক্লাব বিশ্বকাপের টিকিটও পায় বোতাফোগো। যেখানে গ্রুপ 'বি'তে রয়েছে তারা। বোতাফোগোর সঙ্গে সেই গ্রুপে রয়েছে পিএসজি, অ্যাতলেটিকো মাদ্রিদ ও সিয়াটল।