বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে, লিভারপুলের ফুলব্যাক ট্রেন্ট-আর্নল্ডকে দলে নেয়ার ইচ্ছা পোষণ করেছে রিয়াল। এমনকি ইংলিশ এই ডিফেন্ডারকে কিনতে একবার প্রস্তাবও পাঠিয়েছে স্প্যানিশ ক্লাবটি। তবে তাদের প্রস্তাব নাকচ করে দিয়েছে লিভারপুল।
এদিকে ইনজুরির কারণে দীর্ঘদিনের জন্য ছিটকে গেছেন রিয়াল মাদ্রিদের স্প্যানিশ ডিফেন্ডার দানি কারভাহাল। তার পরিবর্তে কাউকে দলে নিবেন কিনা আনচেলত্তি, এমন প্রশ্নের উত্তরে কিছুই জানাননি রিয়ালের ইতালিয়ান বস।
আরও পড়ুন: শীতকালীন দলবদলে আর্নল্ডে চোখ রিয়ালের
আনচেলত্তি বলেন, 'এই বিষয়ে কথা বলা কঠিন। দেখব, কি হয়। আমি শুধু এটুকু বলতে পারি। জানুয়ারিতে আমাদের অনেক খেলা আছে, আমরা সেদিকে মনোযোগী। এই মুহূর্তে দলবদল নিয়ে কথা বলা আমার জন্য সহজ নয়।'
এদিকে ছুটি শেষে আবারও শুক্রবার (৩ জানুয়ারি) মাঠে গড়াতে যাচ্ছে লা লিগা। শুক্রবার ভ্যালেন্সিয়ার বিপক্ষে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ।