গত ২৪ এপ্রিল সকালে সিরাজগঞ্জর বেলকুচি পৌর এলাকার ক্ষিদ্রমাটিয়ার নিজ বাড়ি থেকে বের হওয়ার আর বাসায় ফিরেনি।
নিখোঁজ বাবুর বাবা আব্দুল কুদ্দুস জানান, গত ২৪ এপ্রিল সকালে বাড়ি থেকে হয়ে বাবু মুকুন্দগাঁতী বাজারে যায়। এরপর তিনি আর বাড়ি ফেরেনি। বাবু দেখতে ফর্সা, উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চির মতো। এ ঘটনায় গত ৩০ এপ্রিল বেলকুচি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বাবু মানসিক ভারসাম্যহীন। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা হয়েছে এখন পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।
আরও পড়ুন: নিখোঁজের ১০ দিনেও সন্ধান মেলেনি মাদ্রাসাছাত্র নিঝুমের
নিখোঁজ বাবুর সন্ধান কেউ পেলে ০১৮৮৫৯৪৬৪১৬ মোবাইল নম্বরে যোগাযোগের জন্য সবার প্রতি অনুরোধ জানান তিনি।