রোববার (৮ জুন) এসব তথ্য জানিয়েছে ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
সংস্থাটির তথ্যানুযায়ী, শনিবার (৭ জুন) থেকে ভারতে কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন ৩৭৮ জন, এতে মোট আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ৬,১৩৩ জনে। গত ২৪ ঘণ্টায় ৭৫৩ জন সুস্থ হয়ে উঠেছেন বা হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।
করোনায় মৃতের সংখ্যা:
শনিবার থেকে রোববারের মধ্যে ভারতে ছ’জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে কর্ণাটকে দু’জন, কেরালায় তিনজন এবং তামিলনাড়ুতে একজনের মৃত্যু হয়েছে।
কর্ণাটকে কোর পালমোনালে, পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশন এবং ঘটনাক্রমে কোভিড-১৯ পজিটিভসহ চার বছর বয়সি এক শিশু এবং ইস্কেমিক হার্ট ডিজিজ, ইমিউন থ্রোম্বোসাইটোপেনিক পারপুরা (এবং ঘটনাক্রমে কোভিড পজিটিভ)-সহ ৭৮ বছর বয়সি এক বৃদ্ধ মারা গেছেন।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে ছত্রাক পাচার /করোনার চেয়ে ‘ভয়াবহ কিছু’ ঘটতে পারে, দাবি চীনা বিশেষজ্ঞের
কেরালায় কোভিডে মৃতদের মধ্যে একজন ৫১ বছর বয়সি পুরুষ এসএইচটি, সিএডি রোগে আক্রান্ত ছিলেন। এছাড়া মৃত বাকি দুজনের বয়স ৬৪ এবং ৯২ বছর বলে জানা গেছে। তারাও বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন।
তামিলনাড়ুতে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ৪২ বছর বয়সি এক ব্যক্তি অনিয়ন্ত্রিত ডায়াবেটিস মেলিটাস, অ্যাকিউট কিডনি ডিজিজ এবং খিঁচুনি রোগে আক্রান্ত ছিলেন।
কেরালা, গুজরাট, পশ্চিমবঙ্গ, রাজস্থান ও দিল্লিতে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ ধরা পড়েছে। কেরালায় ১৪৪ জন, গুজরাটে ১০৫ জন, পশ্চিমবঙ্গে ৭১ জন, গুজরাটে ২৪ জন এবং দিল্লিতে ২১ জন নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ভারতে সুস্থ হয়ে ওঠা কোভিড রোগীর সংখ্যা রোববার দাঁড়িয়েছে ৬ হাজার ২৩৭ জনে। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশটিতে ৬৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ২২ মে দেশে মোট সক্রিয় রোগী ছিল ২৫৭ জন।
আরও পড়ুন: ভারতসহ বিভিন্ন দেশে করোনার প্রকোপ বাড়ছে কেন?
সূত্র: হিন্দুস্তান টাইমস
]]>