রোববার (১৬ নভেম্বর) বিকেলে ব্রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. শাহজামানের কাছে স্মারকলিপি জমা দেয়ার পর তারা সংবাদ সম্মেলন করেন।
এ সময় শিক্ষার্থীরা বলেন, ‘আগামী ২৪ ঘণ্টার মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। তা না হলে শিক্ষার্থীরা প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে এবং এর সম্পূর্ণ দায় প্রশাসনকে নিতে হবে।’
অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী আহমাদুল হক আলবীর ইসলাম বলেন, ‘তফসিল ঘোষণা না হওয়ায় শিক্ষার্থীরা দোদুল্যমান অবস্থায় আছে নির্বাচন হবে কি না, সেটিই নিশ্চিত নয়। তাই আমাদের দাবি, এক দিনের মধ্যেই তফসিল ঘোষণা করা হোক। আমরা আশা করি প্রশাসন আমাদের দাবির বিষয়ে সর্বদা সচেষ্ট থাকবে।’
আরও পড়ুন: দায়িত্ব নেয়ার আগেই ব্রাকসুর প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ
বাংলা বিভাগের শিক্ষার্থী শামসুর রহমান সুমন বলেন, ‘প্রশাসন যেন অনতিবিলম্বে নির্বাচনের তফসিল ঘোষণা করে। শিক্ষার্থীদের মাঝে ধোঁয়াশা তৈরি হয়েছে যে বছরের মধ্যেই নির্বাচন হবে কি না। উপাচার্য আগেই ঘোষণা করেছিলেন যে চলতি বছরের মধ্যেই নির্বাচন হবে, তাই যারা নির্বাচনের দায়িত্বে আছেন তারা যেন সে অনুযায়ী কাজ করেন। কারণ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে।’
তিনি আরও বলেন, ‘গঠনতন্ত্র পাওয়ার ২০ দিন পার হয়ে গেছে, কিন্তু নির্বাচনের বিষয়ে কোনো স্পষ্ট বার্তা নেই। তাই আমরা আজ স্মারকলিপি দিয়েছি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করা না হয় এবং ক্যাম্পাসে কোনো অস্থিরতা সৃষ্টি হয়, তবে তার সম্পূর্ণ দায়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসনকেই নিতে হবে।’
আরও পড়ুন: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ৬ সদস্যের নির্বাচন কমিশন পুনর্গঠন
এ বিষয়ে ব্রাকসুর প্রধান নির্বাচন কমিশনার ড. শাহাজামান বলেন, ‘শিক্ষার্থীরা একটি স্মারকলিপি দিয়েছেন। আমরা আজকের মধ্যেই শিক্ষার্থীদের মধ্যে আচরণবিধি প্রকাশের চেষ্টা করছি। তারা দ্রুত মতামত দিলে আমাদের কাজ সহজ হবে। এরপর সিন্ডিকেটের মাধ্যমে তা অনুমোদন দেয়া হবে।’
তিনি আরও বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় কীভাবে ছাত্র সংসদ নির্বাচন করেছে, তাদের নীতিমালা ও আচরণবিধির উপকরণও আমরা চেয়েছি। আমরা দ্রুততম সময়েই ব্রাকসু নির্বাচন অনুষ্ঠানের চেষ্টা করব।’

১৩ ঘন্টা আগে
১








Bengali (BD) ·
English (US) ·