তিনি বলেন, ২০২৫ সালের বোরো মৌসুম থেকে ১৪ লাখ টন চাল ও ৫ লাখ টন ধান সংগ্রহের পরিকল্পনা নিয়েছে সরকার।
শনিবার (১৯ এপ্রিল) দুপুরে সিলেটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আসন্ন বোরো সংগ্রহ কার্যক্রম বিষয়ে মিলার, কৃষক ও খাদ্য বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক ম. আবুল হাছানাত হুমায়ুন কবির।
সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের সভাপতিত্বে সভায় কৃষক, মিল মালিক, খাদ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: বগুড়ায় পলিটেকনিক ফটক লাল কাপড়ে ঢেকে দিলেন শিক্ষার্থীরা
সভায় মিল মালিকেরা ব্যাংক ঋণ প্রাপ্তিতে সময় ক্ষেপণ যাতে না করে সে বিষয়ে সহযোগিতা চেয়েছেন। অন্যদিকে, ধান ও চাল সংগ্রহে স্বচ্ছতা নিশ্চিতের দাবি জানান বক্তারা।
২০২৪ সালের বোরো মৌসুমে ১১ লাখ টন সিদ্ধ চাল, ১ লাখ টন আতপ চাল এবং ৫ লাখ টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। ওই সময় প্রতি কেজি ধান ৩২ টাকা, সিদ্ধ চাল ৪৫ টাকা এবং আতপ চাল ৪৪ টাকায় সংগ্রহ করা হয়েছিল। চলতি মৌসুমে ধান ও চাল সংগ্রহে ৩ টাকা বাড়ানো হয়েছে বলে খাদ্য বিভাগ জানান।