২২ বছর বয়সেই চলে গেলেন দক্ষিণ আফ্রিকান ফুটবলার

৪ সপ্তাহ আগে
বয়সটা মাত্র ২২, আর এখানেই থমকে গেলো দক্ষিণ আফ্রিকার ফুটবলার সিনামান্ডলা জোন্ডির জীবন। দেশটির দ্বিতীয় স্তরের ম্যাচের আগে ওয়ার্ম-আপের সময় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। দ্রুত হাসপাতালে নিলেও শেষ রক্ষা হয়নি।

খেলার মাঠে মৃত্যুর ঘটনা হয়তো নতুন নয়। কিন্তু ২২ বছরের একজন তরুণ ফুটবলার যখন পাড়ি জমান না ফেরার দেশে, এর মতো হৃদয়বিদারক আর কি-ই বা হতে পারে। 

 

আরও পড়ুন: ২ বছরের জন্য নিষিদ্ধ হচ্ছেন ভিনিসিউস!

 

এক বিবৃতিতে ক্লাবটি জানিয়েছে, মঙ্গলবার (২২ এপ্রিল) মিলফোর্ড এফসির বিপক্ষে ম্যাচে ঘটে হৃদয়বিদারক এই ঘটনা। 

 

২২ বছর বয়সী এই ফুটবলারের মৃত্যুর খবর জানার পর প্রথমার্ধ শেষে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। তবে সিনামান্ডলা জোন্ডির মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। 

 

আরও পড়ুন: রিয়াল মাদ্রিদের উচিত আনচেলত্তিকে আরও বেশি সম্মান দেয়া: ফ্লিক

 

২০২১ সালে পেশাদার ফুটবলে অভিষেক হয় জোন্ডির। এই মৌসুমে ক্লাবের হয়ে নিয়মিতই খেলছিলেন তিনি। 

 

দ্বিতীয় স্তরের পয়েন্ট টেবিলের শীর্ষে আছে জোন্ডির দল ডারবান সিটি। আগামী মৌসুমে দক্ষিণ আফ্রিকার শীর্ষ লিগে ওঠার পথে আছে ক্লাবটি।

]]>
সম্পূর্ণ পড়ুন