২০২৬ সালের হজের বয়সসীমা নির্ধারণ

৩ দিন আগে
সরকারিভাবে ২০২৬ সালের হজ কার্যক্রমের জন্য বয়সসীমা ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। আগামী বছরের হজে অংশ নিতে হলে ১২ বছর বা তদূর্ধ্ব বয়সের শারীরিক ও মানসিকভাবে সুস্থ মুসলিমরা অংশ নিতে পারবেন।

রোববার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে হজ প্যাকেজ ঘোষণা করেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। এসময় তিনি বলেন, হজে অংশগ্রহণকারীদের বয়সসীমা ১২ বছর ধরা হয়েছে। এর নিচে কেউ নিবন্ধন করতে পারবেন না।

 

এছাড়া তিনি আরও জানান, আগামী ২৬ মে ২০২৬, চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ থেকে এ বছর সর্বমোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন মুসল্লি হজ পালনের সুযোগ পাবেন।

 

আরও পড়ুন: হজের প্রাথমিক নিবন্ধন শেষ ১২ অক্টোবর, বাড়বে না সময়: ধর্ম মন্ত্রণালয়

 

নিবন্ধন সংক্রান্ত তথ্য জানিয়ে তিনি বলেন, প্রাথমিক নিবন্ধনের জন্য ৩ লাখ ৫০ হাজার টাকা জমা দিতে হবে। নির্ধারিত সময় অনুযায়ী ৩১ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে পুরো প্যাকেজের অর্থ জমা দিতে হবে। হজ ফ্লাইট শুরু হবে আগামী ১৮ এপ্রিল ২০২৬ থেকে।

 

আগামী বছর ৭০ বছরের উর্ধ্বে কেউ যেতে চাইলে ৫০ বছরের নীচের একজনকে নিতে হবে ৮ ফেব্রুয়ারি থেকে হজ ভিসা দেয়া শুরু হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন