মঙ্গলবার (৬ জানুয়ারি) বোর্ডের ওয়েবসাইটে এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
প্রকাশিত তালিকায় ঢাকা বোর্ডের আওতাধীন মোট কেন্দ্রের সংখ্যা নির্ধারিত হয়েছে ৫০৭টি। এর মধ্যে ৫০০টি কেন্দ্র দেশের অভ্যন্তরে এবং বাকি ৭টি কেন্দ্র দেশের বাইরে (বিদেশে) অবস্থিত।
বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রশাসনিক কারণে এবারের পরীক্ষায় ১৭টি কেন্দ্র বাতিল করা হয়েছে। তবে বিশেষ বিবেচনায় কিশোরগঞ্জ জেলার হাওড় অধ্যুষিত নিকলী ও অষ্টগ্রাম উপজেলার ৪টি ভেন্যু কেন্দ্র বহাল রাখা হয়েছে।
বোর্ড কর্তৃপক্ষ মাধ্যমিক পর্যায়ের সব প্রধান শিক্ষক ও কলেজ অধ্যক্ষদের এই তালিকা দেখে প্রয়োজনীয় প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছে। কেন্দ্রের বিস্তারিত তালিকা ও বিন্যাস ঢাকা শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।
উল্লেখ্য, সাধারণত ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হলেও এবার রোজা ও নির্বাচনের কারণে পরীক্ষা কিছুটা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরইমধ্যে গত ৩১ ডিসেম্বর থেকে পরীক্ষার ফরম পূরণ শুরু হয়েছে, যা চলবে ১০ জানুয়ারি পর্যন্ত।
কেন্দ্রের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।
]]>
১ সপ্তাহে আগে
১








Bengali (BD) ·
English (US) ·