২০২৬ আসরের ট্রফি হাতে নিয়ে কাতার বিশ্বকাপের স্মৃতি রোমন্থন মেসির

২৩ ঘন্টা আগে
লস এঞ্জেলেসে হয়ে গেলো কাতার বিশ্বকাপের পুনরাবৃত্তি। ১৮ ডিসেম্বর মেসির হাতে যেভাবে ট্রফি তুলে দিয়েছিলেন ইনফান্তিনো বিএমও স্টেডিয়ামেও হলো তাই। ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে প্রমোশন শুরু করেছে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান। যেখাসে মেসি এবং ইনফান্তিনো ছাড়াও উপস্থিত ছিলেন দেল পিয়েরো এবং ইয়র্গেন ক্লিন্সম্যান।

২০২৬ বিশ্বকাপ ট্রফি কিভাবে মেসির হাতে তুলে দেবেন ইনফান্তিনো তার ট্রায়ালই কি চলছে লস এঞ্জেলেসের বিএমও স্টেডিয়ামে! এ আবার কেমন কথা? টুর্নামেন্ট শুরু হতে এখনো বাকি পাক্কা ১৪ মাসের বেশি! এর মাঝেই সব সেট? যারা বিষয়টাকে এভাবে দেখছেন, থামুন, দম নিন। প্রথম বারের মতো ৪৮ দেশ নিয়ে হতে যাওয়া এই বিশ্বকাপ নিয়ে মোটেও হচ্ছে না এমন নীল নকশা, বরং ঐতিহাসিক এই আসর কতটা বর্ণিল করা যায় চলছে তারই প্রস্তুতি।

 

বলতে দ্বিধা নেই কাতারে অনুষ্ঠিত হয়ে যাওয়া বিশ্বকাপ ইতিহাস সেরা। ট্রফিটা লিওনেল মেসির হাতে উঠেছে বলে নয় বরং ফাইনালসহ পুরো টুর্নামেন্টে যে টেম্পারমেন্টে অনুষ্ঠিত হয়েছে এ জন্য। এছাড়াও টেকনোলজিসহ আছে আরও বিশেষ কিছু কারণ। আর তাই নতুন আসর আয়োজনের আগে ২০২২ বিশ্বকাপের স্মৃতি রোমন্থন হবে এটাই স্বাভাবিক, হচ্ছেও তাই।

 

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র থেকে যমজ ভাইদের আনতে কাজ করছে বাফুফে

 

লুসাইলে ওমন একটা রুদ্ধশ্বাস ফাইনালের পর ট্রফিটা ইচ্ছে করেই মেসির দিকে এগিয়ে দিয়েছিলেন ইনফান্তিনো, এটা নিয়ে সমালোচনা হলেও বিষয়টা ছিল আইকনিক। যেটা আবারো ফিরে এলো লস এঞ্জেলেসে। লিওনেল মেসিও যেন কিছুক্ষণের জন্য ফিরে গিয়েছিলেন ১৮ ডিসেম্বর। পরম আরাধ্য ট্রফিটা আবারো কাছে পেয়ে আদরে হাত বুলিয়ে দিলেন, ঠিক যেভাবে তার স্পর্শ অনুভব করে থিয়াগো, চিরো, মাতেও!

 

আরও পড়ুন: ঈদ উদযাপনে ফিলিস্তিনকে স্মরণ করলেন হামজা

 

২০২৬ বিশ্বকাপের জন্য এই প্রমোশন শুরু করেছে পৃষ্ঠপোষক অ্যাডিডাস। যেখানে লিও এবং ফিফা সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন ইতালি ও জার্মানির বিশ্বকাপজয়ী কিংবদন্তি দেল পিয়েরো এবং ইয়র্গেন ক্লিন্সম্যান। কনকাকাপ চ্যাম্পিয়ন্স 

]]>
সম্পূর্ণ পড়ুন