এ কোটার মধ্যে ২০২৫ সালে হজে যেতে নিবন্ধন করেছেন ৮৭,১০০ বাংলাদেশি। সরকারি কোটায় মাত্র ৫,২০০ জন। বাকি ৮১,৯০০ জন যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়।
সরকারি ব্যবস্থাপনায় ২০২৫ সালের হজের জন্য দুটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। প্যাকেজ-১: মসজিদুল হারামের ৩ কিলোমিটারের মধ্যে আবাসনসহ, খরচ ধরা হয়েছে ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা। প্যাকেজ-২: মসজিদুল হারামের ১.৫ কিলোমিটারের মধ্যে আবাসনের ব্যবস্থাসহ, খরচ ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা। অন্যদিকে, বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ হজ প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৮৩ হাজার ১৫৬ টাকা।
আরও পড়ুন: আধুনিক প্রযুক্তির আওতায় আসছেন হজযাত্রীরা: ধর্ম উপদেষ্টা
চলতি বছর হজের খরচ আগের বছরের তুলনায় এক লাখ টাকার বেশি কম হয়েছে। ২০২৪ সালে সরকারি ব্যবস্থাপনায় সাধারণ প্যাকেজ ছিল ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা এবং বিশেষ প্যাকেজ ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা। বেসরকারি ব্যবস্থাপনায় খরচ ছিল ৫ লাখ ৮৯ হাজার ৮০০ টাকা।
তবে এবার হজ প্যাকেজ নির্ধারণে সৌদি রিয়ালের মূল্য ধরা হয়েছে ৩২.৫০ টাকা, যেখানে গত বছর এটি ছিল ২৯.৭৪ টাকা। ফলে সৌদি অংশের খরচ কিছুটা বাড়তে পারে।
সরকারি হজ প্যাকেজে যা থাকছে:
মক্কায় মসজিদুল হারামের কাছাকাছি (১.৫ থেকে ৩ কিমি এর মধ্যে) হোটেল/বাড়ি
মিনায় জোন-৫ এলাকায় তাঁবু
মিনা-আরাফা-মুজদালিফায় ট্রেন ও বাস সার্ভিস
প্রতিটি কক্ষে সর্বোচ্চ ৬ জনের আবাসন, অ্যাটাচড বাথসহ
রেফ্রিজারেটর, ফ্রি ওষুধ ও চিকিৎসা
প্রতি ৪৬ জন হজযাত্রীর জন্য একজন গাইড
খাবার বাবদ ন্যূনতম ৪০ হাজার টাকা ও কোরবানির জন্য ৭৫০ সৌদি রিয়াল সঙ্গে নিতে হবে
]]>