২০২৪-২৫ অর্থবছর: তৃতীয় প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি ৪.৮৬ শতাংশ

৪ সপ্তাহ আগে
সদ্য বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রাক্কলিত প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৪ দশমিক ৮৬ শতাংশ।

সোমবার (৭ জুলাই) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

 

এতে বলা হয়, ২০২৪-২৫ অর্থবছরের ৩য় কোয়ার্টারের (জানুয়ারি-মার্চ ২০২৫) জিডিপির হিসাব প্রাক্কলন করা হয়েছে। প্রাক্কলিত হিসাব অনুযায়ী ২০২৪-২৫ অর্থবছরের ৩য় কোয়ার্টারের জিডিপির প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৪.৮৬ শতাংশ। ২০২৪-২৫ অর্থবছরের ৩য় কোয়ার্টারের সাময়িক হিসাব অনুযায়ী চলতি মূল্যে জিডিপির আকার ১৪ লাখ ১৯৭ হাজার ১৮০ মিলিয়ন টাকা (১৪ হাজার ১৯৭ বিলিয়ন টাকা), ২০২৩-২৪ অর্থবছরের ৩য় কোয়ার্টারে যা ছিল ১২ লাখ ৬৬৯ হাজার ৮৫০ মিলিয়ন টাকা (১২ হাজার ৬৭০ বিলিয়ন টাকা)।

 

আরও পড়ুন: বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৩.৩ শতাংশ: বিশ্বব্যাংক


পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে স্থির মূল্যে ২০২৪-২৫ অর্থবছরের ৩য় কোয়ার্টারের প্রাক্কলিত প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৪.৮৬ শতাংশ, ২০২৩-২৪ অর্থবছরের ৩য় কোয়ার্টারে যা ছিল ৪.৬২ শতাংশ। সাময়িক হিসাব অনুযায়ী ২০২৪-২৫ অর্থবছরের ১ম ও ২য় কোয়ার্টারের প্রবৃদ্ধি হয়েছে যথাক্রমে ১.৯৬ শতাংশ ও ৪.৪৮ শতাংশ।

 

২০২৩-২৪ অর্থবছরের ১ম ও ২য় কোয়ার্টারে যা ছিল যথাক্রমে ৫.৮৭ শতাংশ ও ৪.৪৭ শতাংশ। সম্মিলিতভাবে ২০২৩-২৪ অর্থবছরের প্রথম তিন কোয়ার্টারের (জুলাই-মার্চ ২০২৩-২৪) তুলনায় ২০২৪-২৫ অর্থবছরের প্রথম তিন কোয়ার্টারের (জুলাই-মার্চ ২০২৪-২৫) স্থুল দেশজ উৎপাদনের প্রবৃদ্ধির হার ৩.৮১ শতাংশ।


কৃষি খাত

 

পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে স্থির মূল্যে ২০২৪-২৫ অর্থবছরের ৩য় কোয়ার্টারে কৃষি খাতের প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ২.৪২ শতাংশ, ২০২৩-২৪ অর্থবছরের ৩য় কোয়ার্টারে যা ছিল ৪.০২ শতাংশ।

 

২০২৪-২৫ অর্থবছরের ১ম ও ২য় কোয়ার্টারের এ খাতে প্রবৃদ্ধি হয়েছে যথাক্রমে ০.৭৬ শতাংশ ও ১.২৫ শতাংশ, ২০২৩-২৪ অর্থবছরের ১ম ও ২য় কোয়ার্টারে যা ছিল যথাক্রমে ০.৬২ শতাংশ ও ৪.০৯শতাংশ।

 

শিল্প খাত

 

পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে স্থির মূল্যে ২০২৪-২৫ অর্থবছরের ৩য় কোয়ার্টারে শিল্প খাতের প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৬.৯১ শতাংশ, ২০২৩-২৪ অর্থবছরের ৩য় কোয়ার্টারে যা ছিল ৪.৫৫ শতাংশ।

 

আরও পড়ুন: দেশের মাথাপিছু আয় কত, জানাল বিবিএস

 

২০২৪-২৫ অর্থবছরের ১ম ও ২য় কোয়ার্টারের এ খাতে প্রবৃদ্ধি হয়েছে যথাক্রমে ২.৪৪ শতাংশ ও ৭.১০ শতাংশ, ২০২৩-২৪ অর্থবছরের ১ম ও ২য় কোয়ার্টারে যা ছিল যথাক্রমে ৭.৭৮ শতাংশ ও ১.০৪ শতাংশ।

 

সেবা খাত

 

পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে স্থির মূল্যে ২০২৪-২৫ অর্থবছরের ৩য় কোয়ার্টারে সেবা খাতের প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৫.৮৮ শতাংশ, ২০২৩-২৪ অর্থবছরের ৩য় কোয়ার্টারে যা ছিল ৪.৩১ শতাংশ।

 

২০২৪-২৫ অর্থবছরের ১ম ও ২য় কোয়ার্টারের এ খাতে প্রবৃদ্ধি হয়েছে যথাক্রমে ২.৪১ শতাংশ ও ৩.৭৮ শতাংশ, ২০২৩-২৪ অর্থবছরের ১ম ও ২য় কোয়ার্টারে যা ছিল যথাক্রমে ৫.৫২ শতাংশ ও ৭.১০ শতাংশ।

]]>
সম্পূর্ণ পড়ুন