২০২৪ সালে দল যাই করুক না কেন, ব্যাট হাতে আলো ছড়িয়েছেন মিরাজ-মুশফিকরা। পুরো বছরে লাল বলের ক্রিকেটে বাংলাদেশের হয়ে রান সংগ্রাহকের তালিকায় সবার উপরে আছেন মেহেদী হাসান মিরাজ।
২০২৪ সালে টেস্টে বাংলাদেশের সেরা পাঁচ ব্যাটসম্যান: বছরজুড়েই আলো ছড়িয়েছেন মেহেদী হাসান মিরাজ। ব্যাট করেছেন ৫৫.৫৮ স্ট্রাইকরেটে। ১৭ ইনিংসে মোট রান করেছেন ৬০৮, যা ২০২৪ সালে টেস্টে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান। পুরো বছরে ৭৭টি চার মেরেছেন মিরাজ, ছক্কা হাঁকিয়েছেন ৪টি। সেঞ্চুরি না পেলেও হাফ-সেঞ্চুরি রয়েছে ৪টি।
মুমিনুল হক: টেস্টে সেরা পাঁচ জনের তালিকায় দুইয়ে আছেন এই বাঁহাতি ক্রিকেটার। খেলেছেন ১৮ ইনিংস, ৩৩.০৬ গড়ে রান করেছেন মোট ৫২৯। পাঁচ ছক্কার সঙ্গে মেরেছেন ৬৬ চার। পাঁচ হাফ-সেঞ্চুরির সঙ্গে রয়েছে একটি সেঞ্চুরি।
লিটন দাস: সম্প্রতি ব্যাট হাতে খুব একটা ভালো সময় যাচ্ছে না লিটন কুমার দাসের। তবে ২০২৪ সালে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তিন নম্বরে আছেন এই ডানহাতি। বছরজুড়ে ব্যাট করেছেন ১৬ ইনিংসে, রান করেছেন মোট ৩৯৪। পুরো বছরে ৪৫টা চার মেরেছেন তিনি, ছক্কা হাঁকিয়েছেন পাঁচটি। রয়েছে একটি করে হাফ-সেঞ্চুরি ও সেঞ্চুরি।
আরও পড়ুন: বুমরাহ বিশ্বের সেরা: শচীন
সাদমান ইসলাম: ২০২৪ সালে বাংলাদেশের হয়ে টেস্টে মোট ১৩ ইনিংসে ব্যাট করেছেন সাদমান ইসলাম। ২৯.৮৩ গড়ে মোট রান করেছেন ৩৫৮। যার মধ্যে রয়েছে তিনটি হাফ-সেঞ্চুরি।
মুশফিকুর রহিম: গেল বছর খুব একটা খেলার সুযোগ পাননি অভিজ্ঞ এই ব্যাটার। ব্যাট করেছেন মাত্র ১০ ইনিংসে। ৫৮২ বল খেলে মোট রান করেছেন ৩২৯। কোনও হাফ-সেঞ্চুরি না থাকলেও রয়েছে একটি সেঞ্চুরি। আর তাতেই গেল বছরে টেস্টে বাংলাদেশের সেরা ব্যাটারদের তালিকায় মুশফিকুর আছেন পাঁচ নম্বরে।
ওয়ানডেতে বাংলাদেশের সেরা পাঁচ ব্যাটার-
টেস্টের মতো ওয়ানডেতেও সেরা পাঁচ ব্যাটারদের তালিকায় জায়গা পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। ২০২৪ সালে ৮ ইনিংসে ব্যাট করে তিনি আছেন তালিকার দুই নম্বরে। তবে এক নম্বরে আছেন অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ।
মাহমুদউল্লাহ রিয়াদ: পুরো বছরে ওয়ানডে ক্রিকেটে মোট ৯টি ইনিংস খেলেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৯৫.২০ স্ট্রাইকরেট ও ৪৮.১৪ গড়ে মোট রান করেছেন ৩৩৭। যার মধ্যে রয়েছে ৪টি হাফ-সেঞ্চুরি। ২৩টি চারের সাথে পুরো বছরে ১৫টি ছক্কা হাঁকিয়েছেন তিনি।
মেহেদী হাসান মিরাজ: মাহমুদউল্লাহ’র থেকে এক ইনিংস কম ব্যাট করে পুরো বছরে ৩০৫ করেছেন মেহেদী হাসান মিরাজ। তার জন্য অবশ্য তিনি বল খরচ করেছেন ৪৪০টি। ৩৮.১২ গড় ও ৬৯.৩২ স্ট্রাইকরেটে ব্যাট করেছেন এই ব্যাটার। ২২টি চারের সাথে ৪টি ছক্কা হাঁকিয়েছেন পুরো বছরে। হাফ-সেঞ্চুরি রয়েছে মাত্র ৩টি।
আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে হলেও লাভবান হবে পিসিবি
নাজমুল হোসেন শান্ত: গেল বছর ওয়ানডেতে মাত্র ৫ ইনিংসে ব্যাট করেছেন এই বাঁহাতি ব্যাটার। ৭১.৫০ গড় ও ৭৯.৪৪ স্ট্রাইকরেটে মোট রান করেছেন ২৮৬। এক হাফ-সেঞ্চুরির সঙ্গে রয়েছে একটি সেঞ্চুরি। এক ইনিংসে সর্বোচ্চ রান ১২২। পুরো বছরে ২৯টি চারের পাশাপাশি মেরেছেন ৫টি ছক্কা।
সৌম্য সরকার: ওয়ানডেতে অন্যান্যদের মধ্যে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন সৌম্য সরকারও। ৮ ইনিংসে ৩২.১২ গড় ও ৮৯.২৪ স্ট্রাইকরেটে ব্যাট করে মোট ২৫৭ করেছেন এই বাঁহাতি। তার সঙ্গে রয়েছে দুটি হাফ-সেঞ্চুরি। এক ইনিংসে তার সর্বোচ্চ রান ৭৩।
তানজিদ হাসান: ২০২৪ সালে ওয়ানডে ক্রিকটে দেশের জার্সিতে নিজের ঝলক দেখিয়েছেন তরুণ এই ব্যাটার। ৭ ইনিংসে ব্যাট করে পুরো বছরে মোট রান করেছেন ২৩৪। ৩৩.৪৩ গড় ও ১০১.৭৪ স্ট্রাইকরেটে রান তুলেছেন এই বাঁহাতি। এই ইনিংসে সর্বোচ্চ রান ৮৪, রয়েছে দুটি হাফ-সেঞ্চুরি।
টি-টোয়েন্টি-
২০২৪ সালে টেস্ট ও ওয়ানডেতে সেরা পাঁচ জনের তালিকায় থাকলেও টি-টোয়েন্টিতে মেহেদী হাসান মিরাজ আছেন ১০ নম্বরে। সংক্ষিপ্ত এই ফরম্যাটে বছরজুড়ে আলো ছড়িয়েছেন তাওহিদ হৃদয়।
তাওহিদ হৃদয়: গেল বছরে এই ফরম্যাটে ২০ ইনিংসে ব্যাট করে রান করেছেন ৪৯৩। ব্যাট করেছেন ১৩০.০৮ স্ট্রাইকরেটে। এক ইনিংসে সর্বোচ্চ রান ৬৩। সেইসঙ্গে রয়েছে ৩টি হাফ-সেঞ্চুরি।
নাজমুল হোসেন শান্ত: তিনিও ব্যাট করেছেন ২০ ইনিংসে, মোট রান করেছেন ৩৫৮। ব্যাট করেছেন ১০২.৫৮ স্ট্রাইকরেটে। এক ইনিংসে সর্বোচ্চ রান ৫৩। হাফ-সেঞ্চরি রয়েছে মাত্র একটি। ২৭ চারের সঙ্গে ১২টি ছক্কা হাঁকিয়েছেন বাঁহাতি এই ব্যাটার।
আরও পড়ুন: ১ রানের আক্ষেপে লারা-জয়াবর্ধনের ক্লাবে স্মিথ
তানজিদ হাসান: পুরো বছরে সংক্ষিপ্ত এই ফরম্যাটে ১৮ ইনিংসে ব্যাট করেছেন তরুণ এই ব্যাটার। ৩০৩ বল খেলে রান করেছেন মোট ৩৪৬। এক ইনিংসে তার সর্বোচ্চ রান ৬৭। হাফ-সেঞ্চুরি করেছেন মোট তিনটি। ৩৮টি চারের সাথে মেরেছেন ১১টি ছক্কা।
জাকের আলী: জাতীয় দলে সুযোগ পেয়েই নিজের জাত চিনিয়েছেন এই ক্রিকেটার। পুরো বছরে ১৭ ইনিংসে ব্যাট করে রান করেছেন ৩৩৬। ১২৭.৭৬ স্ট্রাইকরেটে ব্যাট করেছেন তিনি। এক ইনিংসে তার সর্বোচ্চ রান ৭২। ১৮ চারের সাথে ২১টি ছক্কা হাঁকিয়েছেন জাকের। হাফ-সেঞ্চুরি রয়েছে দুটি।
মাহমুদউল্লাহ রিয়াদ: ক্যারিয়ারের গোধূলি বেলায় এসেও ব্যাট হাতে ঝলক দেখাচ্ছেন এই ক্রিকেটার। ১৭ ইনিংসে ব্যাট করে ৩২২ রান করেছেন মাহমুদউল্লাহ। ব্যাট করেছেন ১১৭.৯৫ স্ট্রাইকরেটে। এক ইনিংসে তিনি সর্বোচ্চ রান করেছেন ৫৪। রয়েছে দুটি হাফ-সেঞ্চুরি। ২৩টি চারের পাশাপাশি ১৩টি ছক্কা হাঁকিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
]]>