দেখে নিন ২০২৪-এ কোন কোন তারকা নতুন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছেন-
১. বাপ্পা মজুমদার-তানিয়া: জনপ্রিয় গায়ক-সুরকার, সংগীত পরিচালক বাপ্পা মজুমদার ও তার স্ত্রী অভিনেত্রী তানিয়া হোসাইনের ঘরে এসেছে ফুটফুটে কন্যা সন্তান। দ্বিতীয়বারের মতো কন্যা সন্তানের বাবা-মা হয়েছেন তারকাজুটি। চলতি বছরের ২৮ অক্টোবর ফুটফুটে এক কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তানিয়া। বিষয়টি নিশ্চিত করেছেন বাপ্পা মজুমদার নিজেই। তিনি জানান, আজ সকালেই দ্বিতীবারের মতো বাবা হওয়ার স্বাদ পেয়েছেন। এই সংগীতশিল্পীর কথায়, ‘বাবা হওয়ার এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। সবার কাছে আমাদের মেয়ে ও মেয়ের মায়ের জন্য দোয়া চাই।’ এর আগে ২০১৮ সালের মে মাসে বিয়ে করেন বাপ্পা মজুমদার ও তানিয়া।
২. প্রিয়তি: ৭৪তম কান চলচ্চিত্র উৎসবে প্রিয়তির হাতে উঠেছিল টপ মডেলের অ্যাওয়ার্ড। বাংলাদেশি বংশোদ্ভূত মডেল, মিস আয়ারল্যান্ড খ্যাত মাকসুদা আখতার প্রিয়তি সবাইকে সুখবর দিয়েছেন চলতি বছর। তৃতীয় সন্তানের মা হয়েছেন সাবেক এই বিশ্বসুন্দরী। গত ২৪ আগস্ট আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের একটি হাসপাতালে তার সন্তানের জন্ম হয়। প্রিয়তির স্বামীর নাম বিবেক। আয়ারল্যান্ডে পড়াশোনা করতে গিয়ে দুজনের পরিচয়। সেখানে থেকেই বিয়ের পিঁড়িতে বসেছিলেন তারা। তাদের ঘরে রয়েছে এক ছেলে এক মেয়ে। এরপর নতুন অতিথি এসে তাদের ঘর আবারও আলোকিত করেছে। ২০১৪ সালে মিস আয়ারল্যান্ড নির্বাচিত হয়ে চমকে দেন মাকসুদা আখতার প্রিয়তি। এরপর আন্তর্জাতিক বহু প্রতিযোগিতায় তিনি হয়েছেন চ্যাম্পিয়ন। তিনি একই সঙ্গে মডেল, অভিনেত্রী ও পাইলট।
৩. মৌসুমী নাগ: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী নাগ মা হয়েছেন। দ্বিতীয়বারের মতো মাতৃত্বের স্বাদ নিলেন অভিনেত্রী। চলতি বছরের ১০ মার্চ মৌসুমীর সংসারে নতুন অতিথি এসেছে। রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে কন্যাসন্তানের জন্ম দেন তিনি। অভিনেত্রী মৌসুমীর স্বামী অভিনেতা শোয়েব সেই মুহূর্তে সংসারে নতুন অতিথিকে নিয়ে ব্যস্ত সময় পার করেন। প্রথমবার পুত্র সন্তানের পর কন্যা সন্তান হওয়ায় তার সংসার পূর্ণতা পেয়েছে বলে জানিয়েছিলেন অভিনেতা। তাদের ভালোবাসার সম্পর্ক বিয়েতে পূর্ণতা পায় ২০১০ সালে। বিয়ের ৫ বছর পর ২০১৫ সালে এক পুত্র সন্তানের জন্ম দেন মৌসুমী। দীর্ঘ ৯ বছর পর এবার কন্যা সন্তানের মা হলেন ছোট পর্দার জনপ্রিয় এ অভিনেত্রী।
৪. সংগীতশিল্পী লিজা: ‘ক্লোজআপ ওয়ান’খ্যাত সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা কন্যা সন্তানের মা হয়েছেন চলতি বছর। গত ১৮ মার্চ নিউইয়র্কের একটি হাসপাতালে কন্যা সন্তান জন্ম দেন লিজা। গত বছরের নভেম্বরে প্রকাশ্যে আসে লিজার বিয়ের খবর। স্বামী যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী সবুজ খন্দকার। চুপিসারেই পরিবারের উপস্থিতিতে বিয়ে করেন তারা। ২০০৮ সালে ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন লিজা। এরপর থেকে সঙ্গীত জগতকে মাতিয়ে রেখেছেন তিনি।
৫. ঈশানা: চলতি বছরের ৯ ফেব্রুয়ারি মা হয়েছেন অভিনেত্রী ঈশানা খান। অস্ট্রেলিয়ার রাজধানী সিডনির এক হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। অভিনেত্রী জানান, সন্তানের নাম সায়েশান চৌধুরী রেখেছেন। সন্তানের নাম জানিয়ে নিজের মা হওয়ার অনুভূতির কথাও জানান তিনি। শোবিজে অভিষেক হওয়ার এক দশক পর ২০১৯ সালে বিয়ে করেন অভিনেত্রী ঈশানা খান। নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার সারিফ চৌধুরীর সঙ্গে বিয়ে হয় তার। বিয়ের পর দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন তারা।
৬. ক্যামেরন ডিয়াজ: হলিউড অভিনেত্রী মা হলেন ৫১ বছর বয়সে। বয়স বাড়লে মনের দিক থেকেও পরিপক্ক হয়ে ওঠেন সবাই। জীবন থেকে ৫০ বছর পেরিয়ে গেলে অনেকেই ভাবেন জীবনতো শেষ। তবে ‘চার্লিজ এঞ্জেলস’ খ্যাত অভিনেত্রী ক্যামেরন ডিয়াজ সেই মনোভাব বদলে দিলেন। মাতৃত্বের সংজ্ঞা বদলে দিয়ে ৫১ বছর বয়সে মা হলেন তিনি। চলতি বছর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে তিনি এই সুখবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন। ২০১৫ সালে ‘গুড শার্লট’ ব্যান্ডের গিটারিস্ট বেনজি ম্যাডেনের সঙ্গে বিয়ে হয় ক্যামেরনের। ২০১৯ সালে প্রথম সন্তান কন্যা র্যাডিক্সের জন্মের খবরও সামাজিকমাধ্যমে প্রকাশ করেছিলেন দম্পতি।
৭. গ্যাল গ্যাডট: চতুর্থ সন্তানের মা হলেন ‘ওয়ান্ডার ওম্যান’ খ্যাত অভিনেত্রী গ্যাল গ্যাডট। গত ৬ মার্চ কন্যাসন্তানের জন্ম দিয়েছেন এ তারকা। সামাজিক যোগাযোগমাধ্যমে সুখবরটি নিজেই জানিয়েছিলেন অভিনেত্রী। ইসরায়েলি বংশোদ্ভূত অভিনেত্রী একটি আশকেনাজি ইহুদি পরিবার থেকে এসেছেন এবং তাদের নতুন মেয়ের হিব্রু নাম দিয়ে এটা বুঝিয়ে দিয়েছেন, নিজের শিকড় তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ২০০৮ সালে ব্যবসায়ী জেরন ভার্সানোকে বিয়ে করেন গ্যাল গ্যাডট। এর আগে তিন মেয়ে-আলমা, মায়া ও ড্যানিয়েলার জনক-জননী ছিলেন তারা।
আরও পড়ুন: বছরের আলোচিত ১২ তারকার বিয়ে
৮. জাস্টিন বিবার: জনপ্রিয় পপতারকা জাস্টিন বিবারের ঘরে এলো পুত্র সন্তান। প্রথমবারের মতো বাবা-মা হয়েছেন জাস্টিন বিবার ও হেইলি বিবার দম্পতি। বাবা হওয়ার খবরটি জানিয়েছিলেন গায়ক নিজেই। এর আগে চলতি বছরের মে মাসে তারকা দম্পতি ঘোষণা করেন, তাদের ঘরে নতুন অতিথি আসছে। সেই ভিডিওতে হেইলির বেবি বাম্পের ছবিও শেয়ার করেছিলেন এই তারকা জুটি। জাস্টিন এবং হেইলি ২০১৮ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু বিয়ের খবর কেউই প্রকাশ্যে আনেননি। এর আগে সেলেনা গোমেজের সঙ্গে আট বছর সম্পর্কে ছিলেন কানাডীয় এই গায়ক।
আরও পড়ুন: বাবা হলেন আরএস ফাহিম চৌধুরী
]]>