২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত অনেক স্বপ্ন দেখতাম: লিপু

১ সপ্তাহে আগে
শিরোপা জিততে আর কতো অপেক্ষা? এমন প্রশ্ন বারবারই আসে বাংলাদেশের ক্রিকেট নিয়ে। কেননা, দীর্ঘ একটা সময় ধরে ক্রিকেট খেললেও মেজর কোনো ট্রফি নেই জাতীয় দলের। সেই ব্যর্থতা যে জাতীয় দলের বর্তমান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুকেও পোড়ায়, সেটি তার কথাতেই স্পষ্ট।

২৫ বছর আগে আইসিসির পূর্ণ সদস্য পদ লাভ করে বাংলাদেশ। তারপর থেকে এখন পর্যন্ত মেজর কোনো ট্রফি জিততে পারেনি টাইগাররা। বিশ্ব ক্রিকেটে অন্যান্য দেশ যেখানে এগিয়ে যাচ্ছে দ্রুত গতিতে, সেখানে এক জায়গাতেই আটকে আছে দেশের ক্রিকেট। নেই কোনো উন্নতির ছোঁয়া। 

 

তিন তিনবার এশিয়া কাপের ফাইনালে উঠেও শিরোপার স্বাদ পাওয়া হয়নি বাংলাদেশের। মিরপুরে ২০১২ সালে ওয়নাডে ফরম্যাটের এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের কাছে হেরে মাত্র ২ রানে। সেই ক্ষত আজও হয়তো কুরে কুরে খাচ্ছে টাইগার ভক্তদের। 

 

২০১৬ সালে টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপের ফাইনালে স্বপ্ন ভঙ্গ হয় ভারতের কাছে হেরে। মিরপুরের হোম অব ক্রিকেট গ্রাউন্ডে সেবার ভারতের কাছে ৮ উইকেটে হেরে শিরোপা হাতছাড়া করে টাইগাররা। সবশেষ ২০১৮ সালে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপে আবারও ফাইনালে ওঠে বাংলাদেশ। এবারও তাদের স্বপ্ন ভঙ্গের কারণ ভারত। 

 

আরও পড়ুন: সাইফকে দলে ফেরানোর ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক

 

সেপ্টেম্বরের ৯ তারিখ থেকে শুরু হচ্ছে এবারের এশিয়া কাপ। এবারও বাংলাদেশ টুর্নামেন্ট খেলতে যাবে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই। তবে সে পথটা যে মোটেও মসৃণ নয়। তবুও হাল ছাড়তে রাজি নন দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।   

 

‘এশিয়া কাপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবার লক্ষ্যে যাবে। তবে লজিক চিন্তা করলে বুঝতে পারবেন পথটা কতটুকু সহজ। সুযোগ আছে, তবে ধাপে ধাপে চিন্তা করা উচিত। ওয়ার্ল্ড ক্রিকেটে সে পর্যায়ে যেতে পারিনি। এশিয়া কাপ ছোট পরিসর, এখানে ভালো করে নিজেদের সক্ষমতা জানাতে হবে।’ 

 

২০১৫ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অবস্থা অনেকটাই ভালো ছিল। মাশরাফী, সাকিব, তামিম, মুশফিক, মাহমুদউল্লাহ’র মতো অভিজ্ঞ ক্রিকেটাররা সে সময়টাতে ছিলেন পুরো ছন্দে। সে কারণেই হয়তো এই সময়টুকুতে অনেক স্বপ্ন দেখতেন লিপু। 

 

‘২০১৫ থেকে ২০১৯ এ অনেক স্বপ্ন দেখতাম। ওসময় দল ভালো ছিল। এখনো স্বপ্ন দেখি। ১৯৮৩-তে ভারতের বিশ্বকাপ জেতার আগে চিন্তাও করা হয়নি। টাকার অভাবে ওই ফাইনাল দেখতে পারিনি। ইন্ডিয়ান ফ্যানরাও ওইদিন চিন্তা করেনি চ্যাম্পিয়ন হবে৷ পাকিস্তান শ্রীলঙ্কার প্রথম ট্রফিটাও এভাবে এসেছে।’ 

 

আরও পড়ুন: ‘এটা কৌশলগত সিদ্ধান্ত’–সোহানকে দলে নেয়ার ব্যাখ্যায় লিপু

 

ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কা যখন প্রথম ট্রফি জিতলেন, তখন হয়তো কেউ চিন্তা করেনি যে তারা ট্রফি জিতবে। তাদের প্রথম শিরোপাটা এসেছিল হঠাৎ করেই। লিপু মনে করেন, সে হিসেবে বাংলাদেশের ক্ষেত্রেও যেকোনো কিছু ঘটতে পারে। 

 

‘সে হিসেবে বাংলাদেশের ক্ষেত্রেও যেকোনো কিছু ঘটতে পারে। টি-টোয়েন্টিতে এই চান্স আরও বেশি। এখন খেলোয়াড়রা আউট অব দ্যা বক্স চিন্তা করে। পাকিস্তান টেস্ট জেতার পরে ক্রিকেটারদের চিন্তাভাবনা মুগ্ধ করেছে৷’ 

 

দুই গ্রুপে ভাগ হয়ে এবারের এশিয়া কাপে অংশ নেবে ৮টি দল। গ্রুপ ‘বি’-তে বাংলাদেশের সঙ্গে আছে শ্রীলঙ্কা, হংকং ও আফগানিস্তান। ‘এ’ গ্রুপে আছে ভারত, পাকিস্তান, ওমান ও সংযুক্ত আরব আমিরাত। ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ।

]]>
সম্পূর্ণ পড়ুন