আফ্রিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ৮ ম্যাচে ৭টিতেই জয় পেয়েছে তিউনিশিয়া। ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা, দ্বিতীয় স্থানে থাকা লাইবেরিয়ার পয়েন্ট ১৩, আর তিনে থাকা নামিবিয়ার পয়েন্ট ১২। এমতাবস্থায় তিউনিশিয়াকে ছাড়িয়ে যাওয়া লাইবেরিয়া কিংবা অন্য কোনো দলের পক্ষে সম্ভব নয়।
আরও পড়ুন: বিশ্বকাপ নিয়ে মেসির সঙ্গে কথা হয়নি: স্ক্যালোনি
এ দিন তিউনিশিয়াকে এতটুকুও ছাড় দিয়ে খেলেনি ইকুয়েটোরিয়াল গিনি। পুরো ম্যাচে বল দখলের লড়াইয়ে দুই দলই ছিল প্রায় সমানে সমান। পুরো ম্যাচে গিনির পোস্টে মাত্র ৩টি শট নিতে পারে তিউনিশিয়া। তার মধ্যে লক্ষ্যে ছিল মাত্র ১টি, আর সেটিই হয়েছে গোল।
বিপরীতে গিনি শট নিয়েছে মোট ৯টি, তার মধ্যে ৪টি ছিল লক্ষ্যে। কিন্তু দুর্ভাগ্যবশত একটি শটও গোলে পরিণত হয়নি। ম্যাচের একেবারে অন্তিম মুহূর্তে অতিরিক্ত যোগ করা সময়ের ৪ মিনিটে একমাত্র গোলটি করেন বেন রোমধানে। তার গোলেই দুই ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপ নিশ্চিত করলো তিউনিশিয়া।
আরও পড়ুন: তুর্কি ক্লাবের হয়ে কোচিংয়ে ফিরছেন জিদান!
এর আগে গত দুই বিশ্বকাপেই অংশ নিয়েছিল তিউনিশিয়া। তবে সেই দুই আসরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল তাদের।
৯টি গ্রুপে ৬টি করে দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এই অঞ্চলের বাছাই পর্ব। প্রতিটি গ্রুপের সেরা দল সরাসরি সুযোগ পাবে ২০২৬ ফিফা বিশ্বকাপে।
]]>