২২ বছর বয়সি জার্মানের পেছনে আটঘাট বেঁধেই নেমেছিল লিভারপুল। টানা দর কষাকষি। তবুও, নিজেদের লক্ষ্য থেকে বিচ্যুত হয়নি অলরেডরা। বুন্দেসলিগার সেরা খেলোয়াড়কে অবশেষে দলে ভেড়ালো বর্তমান চ্যাম্পিয়নরা।
প্রিমিয়ার লিগেরই সবচেয়ে দামি ফুটবলারের আগের রেকর্ডটা আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার এঞ্জো ফার্নান্দেজের। ১০৭ মিলিয়ন পাউন্ডে তাকে দলে ভেড়ায় চেলসি। সে রেকর্ড ভাঙলেন উইর্টজ। ইউরোপিয়ান টপ ফাইভে এটা ষষ্ঠ সর্বোচ্চ ট্রান্সফার ফি।
গতকাল শুক্রবার সম্পন্ন হয়েছে উইর্টজের মেডিক্যাল। লিভারপুলের জার্সি গায়ে নিজের লক্ষ্যের কথাও জানিয়েছেন এই মিডফিল্ডার। অলরেডদের করতে চান সর্বজয়ী। সাবেক লেভারকুসেন তারকা বলেন, ‘প্রতিবছর আমি সবকিছু জিততে চাই। সবার আগে আমাদের নিজেদের কাজটা করতে হবে। গত মৌসুমে তারা প্রিমিয়ার লিগ জিতেছে, তাই এটা আবারও জেতা আমার লক্ষ্য এবং চ্যাম্পিয়ন্স লিগে যতটা সম্ভব এগিয়ে যেতে চাই। আমি সত্যিই উচ্চাভিলাষী।’
আরও পড়ুন: যে ক্লাবে যোগ দিতে মরিয়া মার্টিনেজ
উইর্টজ আরও বলেন, ‘বিশ্বের সেরা তিন ক্লাবের একটাতে যেতে চেয়েছিলাম। আমার মতে, লিভারপুল তার মধ্যে একটা। লিভারপুলে নিজেকে সেরাদের হাতে দেখতে পাচ্ছি। তারা তাদের পরিকল্পনা দিয়ে আমার বিশ্বাস অর্জন করেছে। তাদের অফার বেশ ভালো এবং দিনশেষে সিদ্ধান্তটা সহজ ছিলো আমার জন্য।’
গুঞ্জনটা ছিল অনেকদিন ধরেই। তবে নিজেদের সেরা ফুটবলারকে কম দামে ছাড়তে নারাজ ছিল লেভারকুসেন। উইর্টজ এখন বুন্দেসলিগা থেকে বিক্রি হওয়া সবচেয়ে দামী ফুটবলার। আগের রেকর্ডটা উসমান দেম্বেলের।